অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা যুদ্ধের বর্ষপূর্তী ঘিরে বিশ্বজুড়ে হাজারো মানুষের ফিলিস্তিনপন্থী সমাবেশে যোগদান


ইতালির রাজধানী রোমে পুলিশ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার সময় একজন ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় বসে পড়েছেন। ফটোঃ ৫ অক্টোবর, ২০২৪।
ইতালির রাজধানী রোমে পুলিশ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার সময় একজন ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় বসে পড়েছেন। ফটোঃ ৫ অক্টোবর, ২০২৪।

ইসরায়েলে হামাস আক্রমণ করার এক বছর পূর্ণ হওয়ার দিনটিকে কেন্দ্র করে ইউরোপের মূল শহরগুলোতে ও বিশ্বের অন্যান্য অংশে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী সড়কে নেমে যুদ্ধবিরতির দাবি জানান। এ সময় রোমে সহিংস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে।

ইউরোপের বেশ কয়েকটি শহরে বিশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সপ্তাহান্তজুড়ে সমাবেশ অব্যাহত থাকবে এবং সোমবার এক বছর পূর্তির দিনে তা সবচেয়ে বড় আকার ধারণ করবে বলা প্রত্যাশা করা হচ্ছে।

রোমে কয়েক হাজার মানুষ শনিবার বিকেলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। হঠাত বিক্ষোভকারীদের একটি ছোট অংশ সমাবেশটিকে শহরের কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এ ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও এ ঘটনা ঘটে।

লন্ডনে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর বিভিন্ন অংশ থেকে ডাউনিং স্ট্রিটে এসে উপস্থিত হন। সেখানে অসংখ্য পুলিশ উপস্থিত ছিলেন। ফিলিস্তিনপন্থী ও তাদের বিরোধিতাকারীরা, উভয় পক্ষ একে অপরের মুখোমুখি হলে অস্থিরতার সৃষ্টি হয়।

Rabbi Yehuda Teichtal (L) together with demonstrators displaying Israeli flags takes part in a rally in front of the Brandenburg Gate in central Berlin on October 6, 2024, ahead of the one-year anniversary of the October 7 attack on Israel by Palestinian
জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েলের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফটোঃ ৬ অক্টোবর, ২০২৪।

বিরোধিতাকারীদের কারো কারো হাতে ইসরায়েলি পতাকা ছিল। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যেসব বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এগিয়ে যেতে চাইছিলেন, তাদেরকে ঠেলে পেছনে পাঠিয়ে দেয় পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটান পুলিশ বলছে, শান্তি বিনষ্ট, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো ও হামলায় জড়িত সন্দেহে অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

জার্মানির উত্তরের শহর হামবুর্গে প্রায় ৯৫০ জন মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। অনেকেই ফিলিস্তিন ও লেবাননের পতাকা ওড়াচ্ছিলেন। কেউ কেউ “গণহত্যা বন্ধ করুন” বলে শ্লোগান দেন। ডিপিএ সংবাদ সংস্থা পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। সংবাদসংস্থাটি জানায়, একইসঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুইটি ইসরায়েলপন্থী বিক্ষোভও আয়োজিত হয়।

জার্মানির ডিপিএ সংবাদ সংস্থা জানাচ্ছে, হ্যাম্বুর্গ শহরে, পুলিশের হিসেব অনুযায়ী ৯৫০জন বিক্ষোভকারী ফিলিস্তিনি ও লেবানিজ পতাকা হাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে এবং "গণহত্যা বন্ধ করো" স্লোগান দেয়। দুটো ছোট পাল্টা বিক্ষোভ কোন বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়, ডিপিএ জানায়।

কয়েক হাজার বিক্ষোভকারী প্যারিসের রিপাবলিক প্লাজায় শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিয়ে ফিলিস্তিন ও লেবাননের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তাদের অনেকেই ফিলিস্তিনি পতাকা ওড়ান। এ সময় তাদের হাতে ছিল “গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনকে মুক্ত করো” ও “লেবাননের উপর থেকে হাত সরাও" লেখা প্ল্যাকার্ড।

নিউইয়র্কের টাইমস স্কয়ারেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা জমায়েত হয়ে যুদ্ধবিরতির দাবি জানান। এ সময় তারা ড্রামের তালে “গাজা!” বলে ওঠেন। কেউ কেউ কেফিইয়ে স্কার্ফ পরে ছিলেন। তারা ফিলিস্তিনি ও লেবানিজ পতাকা ওড়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বড় কার্ডবোর্ড নির্মিত ছবি উঁচিয়ে ধরেন। তার মুখে লাল রঙ দিয়ে রক্তপাতের প্রতীকী প্রকাশ ঘটান তারা।

XS
SM
MD
LG