অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:26 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বুধবার টেলিফোনে কথা বলেন। হোয়াইট হাউসের মতে, বাইডেন জিম্মি চুক্তির জন্য গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার জরুরি প্রয়োজনীয়তার উপরে জোর দেন এবং আসন্ন কায়রো আলোচনা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বুধবারে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিনে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার দলের মনোনয়ন গ্রহণ করেছেন। ওয়ালজ তার ভাষণে জাতির কাছে নিজের পরিচয় তুলে ধরেন এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের প্রশংসা করেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপরে গত মাসে হত্যা চেষ্টার পর বুধবার তিনি প্রথম বাইরে সমাবেশ করেছেন। নর্থ ক্যারোলাইনায় জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্প নভেম্বরের নির্বাচনে কমালা হ্যারিস জয়লাভ করলে ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন হবে বলে উল্লেখ করেন।

XS
SM
MD
LG