অ্যাকসেসিবিলিটি লিংক

বুদ্ধদেব ভট্টাচার্যঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছেন


INDIA-ELECTION
INDIA-ELECTION

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার (৮ অগাস্ট) কলকাতায় তাঁর বাসভবনে মারা গিয়েছেন। কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই-এম) এর মহাসচিব মোহাম্মাদ সেলিমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ভট্টাচার্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০।

দলের সিনিয়র নেতা জ্যোতি বসু ২০০০ সালে অবসর নিলে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব হাতে নেন। কিন্তু দুই মেয়াদে দায়িত্ব পালন করার পর ২০১১ সালের বিধান সভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হলে পশ্চিমবঙ্গে টানা ৩৪ বছরের কম্যুনিস্ট শাসনের অবসান হয়।

“প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র আকস্মিক মৃত্যুতে আমি হতবাক এবং শোকার্ত,” সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন।

বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য’র স্ত্রী মীরা এবং কন্যা সুচেতনার প্রতি সমবেদনা জানিয়ে আরও লেখেন, “আমরা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি তাঁর শেষকৃত্য ও অন্তিম যাত্রায় পূর্ণ আনুষ্ঠানিক সম্মান দেব।”

ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ভট্টাচার্য’র মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন, যাদের অগ্রভাগে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

“পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র মৃত্যুতে আমি দুঃখিত। তিনি একজন বলিষ্ঠ রাজনিতিক ছিলেন যিনি নিষ্ঠার সাথে রাজ্যর সেবা করেছেন,” মোদী সামাজিক মাধ্যম এক্স-এ বলেন।

শীর্ষস্থানীয় ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানায়, সিপিআই(এম) –এর লাল পতাকায় মোড়া এই অভিজ্ঞ কম্যুনিস্ট নেতার মরদেহ দক্ষিণ কলকাতার পাম অ্যাভেনিউ-এ তাঁর দুই-বেডরুমের বাসা থেকে পিস ওয়ার্ল্ড মর্গে নিয়ে যাওয়া হয়।

“ভট্টাচার্য’র মরদেহ শুক্রবার (৯ অগাস্ট) সকালে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিয়ে যাওয়া হবে। তারপর তাঁকে মুজাফফার আহমেদ ভবনে সিপিআই(এম)-এর সদর দফতরে নিয়ে যাওয়া হবে, যেখানে দলের নেতা এবং সর্ব সাধারণ তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন,” একজন সিপিআই(এম) কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য হিন্দু জানায়।

ভট্টাচার্য তাঁর চোখ এবং মরদেহ বিজ্ঞানের জন্য দান করে গেছেন। শেষকৃত্যের পর তাঁর মরদেহ সরকারী এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের কাছে গবেষণা কাজের জন্য হস্তান্তর করা হবে বলে কর্মকর্তা জানায়।

সাংস্কৃতিক মূল্যবোধ

ভট্টাচার্য ১৯৬৬ সালে ছাত্র থাকা কালে দলে যোগ দেন এবং যুব আন্দোলনে অংশগ্রহণ করেন, সিপিআই(এম)-এর এক বিবৃতি থেকে জানা যায়।

“তিনি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং প্রগতিশীল সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখতে অবদান রাখেন,” বিবৃতিতে বলা হয়।

“কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য’র অন্তর্ধানে সিপিআই(এম)-এর পলিটব্যুরো তাদের গভীর শোক প্রকাশ করছে। তিনি দলের অসাধারণ নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন,” বিবৃতিতে বলা হয়।

বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৪৪ সালে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং দীর্ঘ ৫০ বছর বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন।

XS
SM
MD
LG