অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে নির্বাচনের তিন মাস আগে প্রচারণা চলছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলিতে


ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রেসিডেন্ট প্রচারণাগুলি তাদের প্রচেষ্টা কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের আয়োজনকে কেন্দ্র করে করা হবে। নভেম্বরের নির্বাচনে কে জিতবে তা নির্ধারণে এই রাজ্যগুলি একটি বড় ভূমিকা পালন করবে৷

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে তার রানিং মেট হিসেবে ঘোষণা করেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বুধবার উইসকনসিন এবং মিশিগানে সফর করবেন। এই সপ্তাহে সফরের মধ্যে অ্যারিজোনা এবং নেভাডায় যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রানিং মেট সেনেটর জেডি ভ্যান্স বুধবার উইসকনসিন এবং মিশিগানে তার নিজস্ব অনুষ্ঠান আয়োজন করছেন। এই সপ্তাহের শেষের দিকে উত্তর ক্যারোলাইনার মধ্য দিয়ে গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়া প্রবাহিত হওয়ায় সেখানকার আয়োজনগুলি স্থগিত করা হয়েছিল।

প্রগতিশীলরা ৬০ বছর বয়সী ওয়ালজকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছে। তিনি মিনেসোটার গভর্নর হিসাবে তাদের পছন্দেরনীতিগুলিকে দৃঢ়ভাবে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সাবেক ন্যাশনাল গার্ড সদস্য এবং শিক্ষক গ্রামীণ, শ্বেতাঙ্গ ভোটারদের কাছে জনপ্রিয় বলে ধারনা করা হচ্ছে।

ডেমোক্রেটিক কৌশলবিদ জুলি রগিনস্কি ভিওএ-কে বলেন, “ওয়ালজ একজন অসাধারণ বাছাই, যিনি উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভানিয়ার মতো মিডওয়েস্ট জুড়ে জিততে হবে এমন রাজ্যগুলোতে ভোটারদের উত্সাহিত করবেন।”

মিশিগান রাজ্যে প্রচারণা মঞ্চে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ-এর সাথে কমালা হ্যারিস। ফটোঃ ৭ অগাস্ট, ২০২৪।
মিশিগান রাজ্যে প্রচারণা মঞ্চে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ-এর সাথে কমালা হ্যারিস। ফটোঃ ৭ অগাস্ট, ২০২৪।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক জেনিফার ললেস বলেন, ওয়ালজের মধ্যে ডেমোক্র্যাটরা মিনেসোটার গ্রামীণ রক্ষণশীল জেলাগুলি জয় করা একজন উদারপন্থী নেতাকে খুঁজে পেয়েছেন। তিনি একটি বন্দুকের মালিক, সামরিক অভিজ্ঞতা রয়েছে এবং নেব্রাস্কায় জন্মগ্রহণ করেছেন।

ললেস ভিওএ-কে বলেন, ওয়ালজ “একজন খুবই সুন্দর নিরাপদ বাছাই, কিন্তু অবশ্যই বোরিং নয়।”

তিনি বলেন, “তিনি এমন একজন ব্যক্তি যিনি মধ্য আমেরিকাকে বুঝেন। তিনি জ্ঞানের অভাবে এই প্রগতিশীল নীতিগুলি ধারন করেন না। বরং তিনি বিশ্বাস করেন যে এটিই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়।”

অতিরিক্ত বোনাস: ওয়ালজকে ইউনিয়নগুলি সম্মান করে। এটি একটি শক্তিশালী দিক কারণ ট্রাম্প শ্রমিকদের মাঝে প্রতিকূলতা হ্রাস করার চেষ্টা করছেন।

‘অযোগ্য লিবারেল’

হ্যারিসের প্রচারণা দল আনুষ্ঠানিকভাবে ওয়ালজকে তার ভিপি ঘোষণা করার আগেই, ট্রাম্প প্রচারাভিযান তাকে “অযোগ্য উদারপন্থী” বলে একটি বিবৃতি প্রকাশ করে।

ট্রাম্প প্রচারণার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “এটা অবাক হওয়ার কিছু নেই যে সান ফ্রান্সিসকোর উদারপন্থী কমালা হ্যারিস ওয়েস্ট কোস্টের উদীয়মান তারকা টিম ওয়ালজকে তার রানিং মেট হিসাবে চান। ওয়ালজ ক্যালিফোর্নিয়ার মারাত্মক উদারপন্থী উদ্দেশ্যগুলোকে দূর-দূরান্তে ছড়িয়ে দেওয়ার জন্য মগ্ন।”

জর্জিয়া রাজ্যের আটলান্টায় সমাবেশ রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সেনেটর জেডি ভ্যান্স। ফটোঃ ৩ অগাস্ট, ২০২৪।
জর্জিয়া রাজ্যের আটলান্টায় সমাবেশ রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সেনেটর জেডি ভ্যান্স। ফটোঃ ৩ অগাস্ট, ২০২৪।

হ্যারিসের ভিপি বাছাইয়ের জন্য একজন ঘনিষ্ঠ প্রতিযোগী ছিলেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। তিনি একজন উদীয়মান ডেমোক্র্যাটিক তারকা যার নির্বাচনে বিজয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজ্যে একটি শক্তিশালী অনুমোদন রেটিং আছে।

ঘোষণাটির পরে শাপিরো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “"আগামী ৯০ দিনের মধ্যে, আমি আমার বন্ধু কমালা হ্যারিস এবং টিম ওয়ালজের সাথে পেনসিলভেনিয়াবাসীদের একত্রিত করতে এবং ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সমস্ত কমনওয়েলথ জুড়ে সফরের অপেক্ষায় আছি।”

গত মাসে রিপাবলিকান পার্টির মনোনয়ন সম্মেলনের সময় ট্রাম্প ভ্যান্সকে তার রানিং মেট হিসেবে ঘোষণা দেন। ওয়ালজ সম্প্রতি রিপাবলিকান টিকিটের বিরুদ্ধে একটি কার্যকর 'আক্রমণকারী কুকুর' হিসাবে নিজের অবস্থান দৃঢ় করেন। তিনি তাদের “অদ্ভুত” বলে অভিহিত করেন।

ভ্যান্স মঙ্গলবার ওয়ালজ সম্পর্কে বলেন, “এর থেকে প্রকাশ হয় যে কমালা হ্যারিস কতটা উগ্রবাদী। তিনি এমন একজন ব্যক্তি যিনি মনোনীত প্রার্থী বাছাইয়ে তার নিজের দলের হামাস শাখার কথা শুনেন।”

প্রেসিডেন্ট জো বাইডেন আর কোনো মেয়াদ চাইবেন না বলে ঘোষণা করার পর গত মাসের শেষের দিকে হ্যারিস দ্রুত ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে আবির্ভূত হন।

জুনের শেষের দিকে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে খারাপ পারফরম্যান্সের পরে জনমত জরীপে বাইডেনের অবস্থানের আরও অবনতি হয়। এ কারণেই তাকে নির্বাচনী দৌড় থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

XS
SM
MD
LG