অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট পদপ্রার্থী হ্যারিসকে পর্যাপ্ত ভোট দিয়েছেন ডেমোক্রেটিক প্রতিনিধিরা, বলেছেন চেয়ার


ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস
ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস

ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসিডেন্ট পদে তার দলের মনোনীত প্রার্থী হতে, প্রতিনিধিদের কাছ থেকে পর্যাপ্ত ভোট পেয়েছেন।

অনলাইন ভোটদান প্রক্রিয়া শেষ হবে সোমবার। এর আগেই এই ঘোষণা দিলেন জেইম হ্যারিসন । দুই সপ্তাহেরও কম সময় আগে প্রেসিডেন্ট জো বাইডেন তার পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান এবং হ্যারিসকে তার উত্তরসূরি হিসাবে সমর্থন করেন।

জেইম হ্যারিসনের এই চটজলদি ঘোষণা, কামালা হ্যারিসকে প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য ডেমোক্রেটিক দলের প্রচার বিভাগের দ্রুততা এবং সেই গতি ধরে রাখার মনোভাবের প্রতিফলন।

হ্যারিস যুক্তরাষ্ট্রের একটি প্রধান দলের টিকিটে শীর্ষ পদে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে লড়াই করতে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের আহবানে সাড়া দিয়ে বলেছেন, “সম্ভাব্য ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী হতে পেরে (তিনি) সম্মানিত।”

তিনি আরো বলেন, “বিষয়টা সহজ হবে না। তবে, আমরা তা অর্জন করবো। আর আমি জানি, আপনাদের আগামীর প্রেসিডেন্ট হিসেবে আমরা এই লড়াইয়ে আছি।”

হ্যারিসন জোর দিয়ে বলেন যে চলতি মাসের শেষের দিকে শিকাগোতে অনুষ্ঠেয় সম্মেলনে ডেমোক্র্যাটরা “ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন জানাবে এবং আমাদের দলের শক্তি প্রদর্শন করবে।”

ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি প্রতিনিধিদের ভোট সংখ্যার বিশদ বিবরণ দেয়নি। রাজ্যভিত্তিক ভোটের সংখ্যাও প্রকাশ করা হয়নি।

মনোনয়নের জন্য অন্য কোনো প্রার্থী হ্যারিসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বাইডেন তাকে সমর্থন করার কয়েক দিন পর তিনি দ্রুত ডেমোক্রেটদের সমর্থন সংহত করেন।

ডেমোক্র্যাটরা এখনো দলের সম্মেলনের সময় রাজ্যভিত্তিক সমর্থন গণনার পরিকল্পনা করছেন। এই ঐতিহ্য মেনেই প্রার্থী নির্বাচন করা হয়। তবে, অনলাইন ভোটদানের কারণে তা হবে পুরোপুরি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া।

হ্যারিস যেহেতু রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই তার প্রচারণা বিভাগ অভিজ্ঞ কর্মীদের নতুন করে সংগঠিত করছে এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সফল প্রচার-অভিযানের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আসছে।

হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও প্রচারণা বিভাগের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন শেইলা নিক্স। আর, ব্রায়ান ফ্যালন এখন জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

XS
SM
MD
LG