অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন ডিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ


ওয়াশিংটন ডিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
please wait

No media source currently available

0:00 0:01:47 0:00

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যখন যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন, তখন শত শত ফিলিস্তিনপন্থী, যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী কংগ্রেস ভবন ক্যাপিটলের কাছে সমবেত হয়ে নেতানিয়াহু এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের নিন্দা জানায়।

এই বিক্ষোভকারীদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরাও ছিলেন।

যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের দুই কক্ষের যৌথ সভায় বুধবার এক জোরাল ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলের যুদ্ধকে সমর্থন এবং আমেরিকান বিক্ষোভকারীদের নিন্দা করেছেন।

কংগ্রেস ভবন ক্যাপিটলের বাইরে চলমান বিক্ষোভের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি যারা যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসে এবং অন্যত্র বিক্ষোভ করছে, তাদের লক্ষ্য করে উপহাস করেন। তিনি তাদের ইসরায়েলের শত্রুদের পক্ষের “বোকা” বলে অভিহিত করেন।

নেতানিয়াহু অভিযোগ করেন যে, আমেরিকায় যুদ্ধ-বিরোধী প্রতিবাদকারীরা জঙ্গিদের পক্ষে দাঁড়িয়েছে, যে জঙ্গিরা তার ভাষায় ৭ অক্টোবরের হামলার সময় শিশুদের হত্যা করে।

“যে বিক্ষোভকারীরা তাদের সমর্থন করে, তাদের লজ্জা পাওয়া উচিত,” তিনি বলেন।

XS
SM
MD
LG