অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে ভারী বর্ষণে বন্যায় তলিয়ে গেছে গাড়ি ও রাস্তাঘাট


ফ্রান্সের আর্দেচে প্রদেশের আনানয় এবং লাবেগুড শহরে ভারী বর্ষণ ও বন্যা দেখা দেয়। লাবেগুড-এর বন্যায় কিছু যানবাহনও ভেসে যায়।

ফরাসি আবহাওয়া সংস্থা বলেছে যে এবারের অস্বাভাবিক বৃষ্টির কারণে একটি এলাকায় ৪৮ ঘন্টার মধ্যে ৬৩০ মিমি, বা প্রায় ২৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।

রেড অ্যালার্ট আওতাভুক্ত এলাকাগুলির মধ্যে রয়েছে দেশটির তৃতীয় বৃহত্তম শহর লিয়ন, এবং চলচ্চিত্র উৎসবের জন্য বিখ্যাত কান।

কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, আশেপাশের এলাকাগুলি থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে এবং বাসিন্দাদের ছবি এবং ভিডিও তুলে বিপদে না পড়তে বলেছে।

এখনও পর্যন্ত কোন মৃত্যু বা আহতের খবর পাওয়া যায়নি এবং বন্যার পানি থেকে ক্ষয়ক্ষতির মাত্রা কী তা এখনও স্পষ্ট নয়।

হারিকেন কার্কের কারণে কান শহরে আকস্মিক বন্যার প্রায় এক মাস পরে, ফ্রান্সের দক্ষিণাঞ্চল আবারও বন্যার কবলে পড়ে।

XS
SM
MD
LG