অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ভারতের জয়শঙ্করের বিরল সফরে প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে সাক্ষাৎ


ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারের বৈঠকে যোগ দিতে পাকিস্তানে পৌঁছান। মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪।

দুই দেশের শীতল সম্পর্কের মধ্যে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের প্রায় এক দশক পার হয়ে গেছে।

বুধবার সম্মেলনের আগে আয়োজিত একটি নৈশভোজে এসসিও নেতাদের স্বাগত জানানোর সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জয়শঙ্করের সঙ্গে করমর্দন ও একটি সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

গত ৬ অক্টোবর দুই চীনা প্রকৌশলীকে হত্যা এবং ১১ অক্টোবর ২১ জন খনি শ্রমিকের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর দক্ষিণ এশীয় দেশটিতে হুমকি সতর্কতা বৃদ্ধি পায়। তার মধ্যেই ইউরেশীয় দেশগুলোর নেতারা আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার পাকিস্তানে দু’দিনের বৈঠকে সমবেত হয়েছেন।

XS
SM
MD
LG