অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:36 0:00

ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন গ্রহণ করেন। ৯০ মিনিটেরও বেশি দীর্ঘ কনভেনশন ভাষণে ট্রাম্প তার প্রাণনাশের চেষ্টার বিস্তারিত বর্ণনা দেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বহিষ্কার অভিযান চালানো হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

বিশ্বব্যাপী সাইবার বিভ্রাটের কারণে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সসহ প্রধান আমেরিকান এয়ারলাইন্সগুলো শুক্রবার বিমান চলাচল স্থগিত করে দেয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক জানিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটারে ত্রুটিপূর্ণ আপডেট প্রয়োগের সময় এই সমস্যার সৃষ্ঠি হয়।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বৃহস্পতিবার বলেছেন, সুদানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ বেসামরিক নাগরিকের সহায়তায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২০৩ মিলিয়ন ডলার সাহয্যের প্রতিশ্রুতি দিচ্ছে। জাতিসংঘ বলছে, সুদানের মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় আড়াই কোটি মানুষের সাহায্যের প্রয়োজন।

XS
SM
MD
LG