অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

২১:০৮ ২৩.৭.২০২৪

মঙ্গলবার জেলাগুলোতে ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল ছিল

মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা প্রশাসন তাদের নিজ নিজ জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করেছে। জেলাগুলোর প্রশাসন পরিস্থিতি বিবেচনায় এ সময় ঠিক করে।

সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন এভাবে জেলাভিত্তিক কারফিউ শিথিল করা হবে।

জেলাগুলোতে মঙ্গলবার নিমোক্ত সময়ে কারফিউ শিথিল ছিল

ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে- দুপুর ১টা থেকে বিকাল ৫টা

চট্টগ্রাম জেলা- সকাল ১১টা থেকে বিকাল ৪টা

কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর- ১২টা থেকে বিকাল ৪টা

ফেনি জেলা- সকাল ১১টা থেকে বিকাল ৪ টা

খুলনা বিভাগ- বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

ব্রাক্ষণবাড়িয়া- ১২টা থেকে বিকাল ৫টা

পাবনা- দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

রংপুর- দুপুর ২টা থেকে বিকাল ৫টা

২১:৩০ ২৩.৭.২০২৪

বুধবার থেকে সীমিত আকারে অফিস চালু হচ্ছে

বুধবার থেকে সীমিত আকারে অফিস চালু হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেছেন বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা গেছে, কারফিউর মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও কারফিউ জারি থাকবে। তবে, এ সময়টাতে কারফিউ শিথিল থাকবে।

০০:১১ ২৪.৭.২০২৪

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৬ কয়েদীকে আত্মসমর্পণের জন্য আইনজীবীর কার্যালয়ে হাজির করা হয়েছে

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৬ কয়েদীকে আত্মসমর্পণের জন্য আইনজীবীর কার্যালয়ে হাজির করা হয়েছে।

নরসিংদী জেলা কারগারের জেল সুপার ও জেলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কারাগারের মেরামতের কাজ চলছে।

নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভয়েস অফ আমেরিকাকে মঙ্গলবার জানিয়েছেন, ৮২৬ জন কয়েদী পালিয়ে গিয়েছিল। এর মধ্যে পালিয়ে যাওয়া জঙ্গিদের এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে শতাধিক কয়েদী গ্রেফতার হয়েছে।

তিনি ভয়েস অফ আমেরিকাকে আরও জানান, "৮৫টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল, তার মধ্যে ৩৪টি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি।"

এর আগে, পুলিশ সদর দফতর থেকে ঘোষণা দেয়া হয়েছিল আগ্নেয়াস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে বা যারা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জমা দেবে তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

মোস্তাফিজুর রহমান জানান, এই ঘোষণাটি এখন এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং সেই সাথে জনসাধারণকে একটি টেলিফোন নাম্বারও জানানো হচ্ছে, যার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে।

০১:৩২ ২৪.৭.২০২৪

সেনা বাহিনীর সাঁজোয়া যানে 'ইউ এন' চিহ্ন নিয়ে বিতর্ক

বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও থেকে নেয়া ছবিতে ঢাকার রাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া যানে "ইউ এন" অক্ষর দুটি দৃশ্যমান।
বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও থেকে নেয়া ছবিতে ঢাকার রাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া যানে "ইউ এন" অক্ষর দুটি দৃশ্যমান।

বাংলাদেশে কোটা-বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করার পর তাদের যানবাহন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে পাওয়া সব ছবি এবং ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী কয়েকটি সাদা রঙ-এর সাঁজোয়া যান (এপিসি) নামিয়েছে যেগুলো জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর এপিসির মত দেখতে।

জাতিসংঘের মুখপাত্র সোমবার অভিযোগ করেন যে, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনায় জাতিসংঘের প্রতীকসহ যানবাহন ব্যবহার করা হয়ে থাকতে পারে।

“আমাদের সহকর্মীরা যানবাহনে জাতিসংঘের প্রতীক ব্যবহার করার খরব পেয়েছেন,” স্টেফান ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন। “ এ বিষয়ে যে আমাদের গভীর উদ্বেগ রয়েছে এবং তা আমাদের সহকর্মীরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।”

বেশির ভাগ ছবি এবং ভিডিওতে এপিসিগুলোতে জাতিসংঘের কোন প্রতীক দেখা যায় নি, বা সৈন্যদেরও শান্তিরক্ষীদের নীল হেলমেট বা অন্য কোন ইনসিগনিয়া পরিধান করতে দেখা যায় নি। তবে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে একটি সাদা রঙের এপিসিতে হাল্কা ভাবে ইংরেজিতে ‘ইউ এন’ অক্ষর দুটি দৃশ্যমান ছিল। ভিডিও থেকে নেয়া এই ছবি দেখে বোঝা যায় ‘ইউ এন’ চিহ্নের উপর সাদা রঙ করা হয়েছে কিন্তু সেটা জাতিসংঘের চিহ্নকে পুরোপুরি মুছে দেয় নি।

ডুজারিক ব্যাখ্যা করেন কেন তিনি বিষয়টির উপর জোর দিচ্ছেন। “ জাতিসংঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসংঘের প্রতীক এবং সরঞ্জামগুলি ব্যবহার করবে, যখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা বা জাতিসংঘের রাজনৈতিক মিশনের অংশ হিসাবে কাজ করবে। এবং জাতিসংঘের কোনও মিশনে মোতায়েনের পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলক নির্দেশ পালন করবে একমাত্র তখনই”, তিনি বলেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG