অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

১৯:৩৯ ২৩.৭.২০২৪

মালয়েশিয়ার ১২৩ নাগরিক বাংলাদেশ ছেড়েছে

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, ১২৩ মালয়েশিয়ানকে নিয়ে একটি চার্টার্ড ফ্লাইট মঙ্গলবার কুয়ালালামপুরে পৌঁছেছে। বাংলাদেশে মারাত্মক সহিংসতার কারণে মালয়েশিয়ার নাগরিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফ্লাইটটিতে যাত্রীদের মধ্যে ৮০ জন শিক্ষার্থী ছিল।

সাইফুদ্দিন বিস্তারিত উল্লেখ না করে আরও বলেছেন, তবে বেশ কিছু মালয়েশিয়ার নাগরিক নিজেরাই নানা কারণে বাংলাদেশে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

(রয়টার্স)

১৯:৪৬ ২৩.৭.২০২৪

গত দুদিনে ১০১৭ জন গ্রেফতার

গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। জুলাই ২৩।
গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। জুলাই ২৩।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সহিংসতা, অগ্নি সংযোগ ও নাশকতার দায়ে গত দুদিনে ১০১৭ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বহু নেতা-কর্মী রয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার হয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, "কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অনেক নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। (অনেকের) বাসায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।"

১৯:৫৫ ২৩.৭.২০২৪

বুধবার ও বৃহস্পতিবারও কারফিউ জারি থাকবে

স্বরাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা গেছে, কারফিউর মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবারও কারফিউ জারি থাকবে।

ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

গত শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে। গত দুইদিনে ঢাকা বা ঢাকার বাইরে কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

ওদিকে, বাংলাদেশ সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান সোমবার বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি “নিয়ন্ত্রণের ভেতরে” নিয়ে আসা হয়েছে।

গত কয়েকদিন ব্যাপক সহিংসতায় ১০০’র বেশি মানুষ মারা যাবার পর শুক্রবার রাতে সেনা বাহিনী মোতায়েন করা হয়।

২০:৩০ ২৩.৭.২০২৪

গণমাধ্যমে মৃতের সংখ্যা

ছেলের লাশ হাতে পাবার পর মা কান্নায় ভেঙে পড়লে তাঁকে স্বান্তনা দিতে চেষ্টা করছেন বোন সানজিদা। ২২ জুলাই।
ছেলের লাশ হাতে পাবার পর মা কান্নায় ভেঙে পড়লে তাঁকে স্বান্তনা দিতে চেষ্টা করছেন বোন সানজিদা। ২২ জুলাই।

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো তাদের মঙ্গলবারের (২৩ জুলাই) ছাপা সংস্করণে বলেছে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৮৭ জন মারা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে মৃতের সংখ্যা প্রায় ১৫০।

বার্তা সংস্থা এএফপি বলছে তাদের হিসাব অনুযায়ী ১৭৪ জন মারা গেছে।

আরও লোড করুন

XS
SM
MD
LG