পৃথিবীর নানা দেশে প্রতিবাদ চলছে
সোমবার বিক্ষোভকারীরা শ্রীলংকার রাজধানী কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের (দূতাবাস) সামনে প্রতিবাদ জানায়।
ভারতের কলকাতায়, সোমবার (২২ জুলাই) বাংলাদেশের প্রতিবাদী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মিরা।
মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি
মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মঙ্গলবার (২৩ জুলাই) জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী জানান, আপিল বিভাগে রায় অনুযায়ী পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে রেখে প্রজ্ঞাপন জারি হয়েছে।
মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি, জেলা ও নারী কোটা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
একই সঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় যেসব ছাত্র-ছাত্রী আহত হয়েছে এবং চিকিৎসাধীন আছে সরকার তাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, "নতুন করে পরিস্থিতির অবনতির হওয়ার কোন সম্ভাবনা দেখছি না তবে কেউ যদি পরিস্থিতির অবনতি করার চেষ্টা করে তাহলে আমরা কঠোর হস্তে দমন করবো।"
আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত কমিটি কাজ শুরু করবে বলেও জানান তিনি।
চার দফা দাবীতে ৪৮ ঘণ্টার নতুন আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
চার দফা দাবী নিয়ে মঙ্গলবার ৪৮ ঘণ্টার নতুন আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।
চার দফা দাবী হলো...
- ইন্টারনেট সচল করা
- কারফিউ তুলে নেয়া
- নিরাপত্তা নিশ্চিত করা
- ক্যাম্পাস ও হল খুলে দেয়া ও সেখান থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়া
সম্মেলনে তারা আরও বলেন, "চার দফা পূরণ হলেই কেবল তাদের মুল আট দফা দাবী নিয়ে আলোচনার পথ তৈরি হবে, কিন্তু সরকার চার দফা না মানলে আট দফা দাবী নিয়ে কথা বলার সুযোগ নেই।"
মঙ্গলবার রাতের মধ্যেই ব্রডব্যান্ড চালু হচ্ছে জানালেন প্রতিমন্ত্রী পলক
মঙ্গলবার রাতের মধ্যেই ব্রডব্যান্ড চালু হচ্ছে বলে মঙ্গলবার (২৩ জুলাই) জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড চালু করা হবে এবং অগ্রাধিকারভিত্তিতে সব ওয়েবসাইট চালু হবে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
মোবাইল ডাটার বিষয়ে সিদ্ধান্ত বুধবার।
বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে।