অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

০১:৫৫ ২৩.৭.২০২৪

পোশাক খাতে দিনে লোকসান হচ্ছে ১৬০০ কোটি টাকাঃ বিজিএমইএর সভাপতি

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান এক বিবৃতিতে বলেছেন, কারখানা বন্ধও থাকায় দিনে পোশাক খাতে ১৬০০ কোটি টাকার লোকসান হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, "তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে যে, আমাদের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার যে ঘাটতির আশংকা তৈরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আমাদের ভাবমূর্তির যে অপরিসীম ক্ষতি হয়েছে তা টাকার অংকে প্রকাশ করা কঠিন।"

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

সোমবারও ঢাকাসহ সারাদেশে কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, "সোমবার বেলা দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাঁচটার পর আবারও কারফিউ শুরু হবে।"

০২:০৯ ২৩.৭.২০২৪

জাতিসংঘ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে

জাতিসংঘ মুখপাত্র স্টেফান ডুজারিক। ফাইল ফটো।
জাতিসংঘ মুখপাত্র স্টেফান ডুজারিক। ফাইল ফটো।

জাতিসংঘ মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার (২২ জুলাই) বলেছেন, মহাসচিব অ্যান্তনি গুতেরেস বাংলাদশে সহিংসতা নিয়ে “গভীর ভাবে উদ্বিগ্ন”, যে সহিংসতায় ১০০’র বেশি লোক মারা গেছে।

“আমরা গতকাল সরকারি চাকুরীতে কোটার বিষয়ে, যেটা বিক্ষোভের একটি কারণ ছিল, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেখেছি। বাংলাদেশে ছাত্রদের তরফ থেকে ৪৮ ঘণ্টা বিক্ষোভ না করার সিদ্ধান্তও আমরা দেখেছি,” ডুজারিক নিউ ইয়র্কে তাঁর নিয়মিত প্রেস ব্রিফিং-এ বলেন।

তিনি বলেন, গুতেরেস “আশা করেন যে ঐ দুইটি সিদ্ধান্তই সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। তিনি সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার এবং বিদ্যমান সমস্ত মতবিরোধ সমাধানের লক্ষ্যে সৎ বিশ্বাস নিয়ে আলোচনার করার আহ্বান জানান।

"আমরা কর্তৃপক্ষকে সকল প্রতিবাদকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার এবং এমন একটি পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারঅবাধে প্রয়োগ করা যেতে পারে। সব ধরনের সহিংসতার তদন্ত দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করার এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি," ডুজারিক বলেন।

০৪:৫৪ ২৩.৭.২০২৪

যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়ে সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার (২২ জুলাই) বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংস ঘটনার নিন্দা জানায় এবং সংঘাত কমিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছে।

“শান্তিপূর্ণ সমাবেশের প্রতি আমাদের অবিচল সমর্থন আবার ব্যক্ত করছি। আমরা দেখা মাত্র গুলি করার আদেশের নিন্দা জানাই এবং সেটা প্রত্যাহার করার আহ্বান জানাই,” মিলার তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন।

তিনি বলেন ওয়াশিংটন শান্তিপূর্ণ ভাবে অধিকার চর্চা সমর্থন করে, কিন্তু সহিংসতা, সে যে মহল থেকেই আসুক না কেন, তার নিন্দা করে।

“আমরা বাংলাদেশে সমেবেত হওয়ার স্বাধীনতা সমর্থন করি, শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থন করি। কিন্তু যখন সহিংসতার প্রশ্ন আসে, সেটা যার হাত দিয়েই হোক না কেন, যারা প্রতিবাদ করছে বা সরকারি কর্তৃপক্ষ, আমরা সব সহিংস ঘটনার নিন্দা করি,” মিলার বলেন।

“একই সাথে, সারা দেশে টেলিযোগাযোগ ব্যাহত থাকার খবরে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন, যেহেতু এটা আমেরিকান নাগরিকসহ বাংলাদেশের জনগণের জরুরী তথ্য সংগ্রহ করার সক্ষমতা সীমিত করে দেয়। আমরা ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি” তিনি বলেন।

এক প্রশ্নকর্তা সরকারি চাকুরীতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার ইস্যুটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেন।

“কোটা পদ্ধতির ব্যাপারটা, এই ব্যবস্থা থাকবে না বাতিল হবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের বক্তব্য দেই সহিংসতা নিয়ে, ইন্টারনেট বন্ধ করা নিয়ে, এবং অন্যান্য যে সব বিষয় মৌলিক মানবাধিকার, মানব মর্যাদা, মানুষের স্বাধীনতার উপর প্রভাব ফেলে, সেগুলো নিয়ে,” মিলার বলেন।

সংবাদ সম্মেলনের শেষে একজন প্রশ্নকর্তা গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ড মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তুললে জবাবে মিলার বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন।

“বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য নয়,” মিলার বলেন।

০৬:২১ ২৩.৭.২০২৪

টেক্সাসের স্টেট ক্যাপিটলে বাংলাদেশি টেক্সানদের প্রতিবাদ সমাবেশ নিয়ে পোস্ট দিলেন কংগ্রেসম্যান ডগেট

অস্টিন থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য লয়েড ডগেট সোমবার (২২ জুলাই) টেক্সাসের স্টেট ক্যাপিটলে বাংলাদেশি টেক্সানদের প্রতিবাদ সমাবেশ নিয়ে এক্স-এ পোষ্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন,

"বাংলাদেশে যে অন্যায় সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের স্টেট ক্যাপিটলে বাংলাদেশি টেক্সানদের কাছ থেকে ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে।

এটা ভালো যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেরিতে হলেও আগের একটি রায়কে বাতিল করেছে যে সরকারি চাকরিতে প্রবেশাধিকার সীমিত করে, কিন্তু জবাবদিহিতা এবং ন্যায়বিচারের প্রয়োজন আছে।"

আরও লোড করুন

XS
SM
MD
LG