সেনাবাহিনী প্রধানঃ 'পরিস্থিতি নিয়ন্ত্রণের ভেতরে'
বাংলাদেশ সেনা বাহিনী প্রধান জেনেরাল ওয়াকার উজ-জামান সোমবার বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি “নিয়ন্ত্রণের ভেতরে” নিয়ে আসা হয়েছে। গত কয়েকদিন ব্যাপক সহিংসতায় ১০০’র বেশি মানুষ মারা যাবার পর শুক্রবার রাতে সেনা বাহিনী মোতায়েন করা হয়।
“সেনা বাহিনী মোতায়েনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে,” জেনেরাল ওয়াকার উজ-জামান ঢাকার কয়েকটি জায়গায় সৈন্য পরিদর্শন করার পর এক বিবৃতিতে এ’কথা বলেন।
খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কবে নাগাদ ইন্টারনেট চালু করতে পারবো সুনির্দিস্ট করে বলতে পারছি না, তবে কিছুদিনের মধ্যে শুরু হবেঃ পলক
যে লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তা মেরামতের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে জানিয়ে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভয়েস অফ আমেরিকাকে বলেন, "তবে কবে নাগাদ ইন্টারনেট সেবা চালু করতে পারবো সেটা সুনির্দিস্ট করে বলতে পারছি না, তবে কিছুদিনের মধ্যে শুরু হবে।"
তিনি আরও বলেন, "কূটনৈতিক এলাকাগুলোতে ইন্টারনেট সেবা দেয়ার জন্য কাজ চলছে।"
"হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে ইন্টারনেট সেবা চালু হতে পারে," বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে বলেও সেসময় জানান তিনি।
বুধবার রাত থেকে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে: নাহিদ ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার অভিযোগ করেছেন, "আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে।"
মিডিয়াকে তিনি আরও বলেন, "ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা শঙ্কা থাকার কারণে, আমরা একসাথে বসতে পারছিনা... যোগাযোগ করতে পারছি না...সিদ্ধান্ত নিতে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।"
নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, গত বুধবার ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ৪৮ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে।
নাহিদ ইসলামকে রবিবার চোখ বাধা অবস্থায় রবিবার পাওয়া যায়।
তাঁর সাথে যোগাযোগ করা হলে ভয়েস অফ আমেরিকাকে তিনি রবিবার বলেন গত পরশু রাতে রাষ্ট্রীয় কোন এক বাহিনী তাঁকে তুলে নিয়ে যায়। তিনি দাবী করেন, "আমাকে নেওয়ার পরে আমার হাত ও পায়ে আঘাত করা হয়। সেখানে এখনও রক্ত জমাট (বেঁধে) আছে।" এখন তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের সংশ্লিষ্টটা না থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছেঃ মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, "কোটা বিরোধী আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের কোন ধরনের সংশ্লিষ্টটা না থাকলেও নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অনেক নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। (অনেকের) বাসায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।"
গ্রেফতারকৃত নেতা-কর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, "কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে সরকার... সহিংসভাবে দমন করেছে। আমরা বলবো, সকল পক্ষের মতামত নিয়ে এটার একটা সুষ্ঠু সমাধান করুন।"
সেইসাথে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানান বিএনপি মহাসচিব।