অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

১৯:৪১ ২০.৭.২০২৪

আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়েছে।

তাঁর বাবা বদরুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে তাঁর বন্ধুর বাসা থেকে ডিবি পুলিশ (তাদের অনুমান) তুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, "আমরা আজ (শনিবার) সকালে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম, তারা আমাদের জানিয়েছে ডিবি তাকে তুলে নেয়নি।" ডিবি কার্যালয়ে কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন বদরুল ইসলাম। তিনি বলেন, "এখন পর্যন্ত আমরা ছেলের কোন খোঁজ পাচ্ছি না।"

২০:১০ ২০.৭.২০২৪

বাংলাদেশে এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সীমিত ব্রডব্যান্ড ছাড়া বাংলাদেশ এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এই পরিষেবা অনির্দিস্ট কালের জন্য বন্ধ থাকবে।

২০:৩৯ ২০.৭.২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তাঁর রামপুরার বাসা থেকে আটক করা হয়েছে বলে বলছেন দলের আবু নাইম।

ভয়েস অফ আমেরিকাকে তিনি জানান, "আমরা র‍্যাব-৩ ও র‍্যাবের সদর দপ্তরে যোগাযোগ করেছি, কেউ আমাদের কাছে স্বীকার করেননি, নুরুল হক নুরকে ধরে আনার বিষয়টি। আমরা এখনও তাঁর কোন খোঁজ পাইনি। এ বিষয়ে আমরা আগামীকাল সকালবেলা অবরোধ কর্মসুচী দিয়েছি।"

২১:১২ ২০.৭.২০২৪

রবিবার ও সোমবার ছুটি ঘোষণা

নির্বাহী আদেশে রবিবার ও সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শনিবার (২০ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও লোড করুন

XS
SM
MD
LG