সরকারের কাছে নয় দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নতুন কর্মসুচির কথা জানান।
আন্দোলনকারী শিক্ষার্থিদের নয় দফা দাবিগুলোর মধ্যে অন্যতম,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্ত্রীপরিষদ ও দল থেকে পদত্যাগ।
শিক্ষার্থিদের উপর হামলার সময় নিষ্ক্রিয় থাকা ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ।
ঢাকাসহ অন্যান্য যে যে স্থানে, মানুষ নিহত হয়েছে, সেই এলাকার পুলিশ কর্মকর্তদের বরখাস্ত।
হত্যা ও হামলার ঘটনায় দায়ী পুলিশ, ছাত্রলীগ ও সন্ত্রাসীদের গ্রেফতার।
সহিংসতায় নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ।
সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে, ছাত্র সংসদ প্রতিষ্ঠা।
অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়া।
ভিডিওঃ কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল
শুক্রবার কারফিউ জারি হওয়ার পর শনিবার ঢাকার রাস্তায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। গণভবনে ১৪ দলের বৈঠকে শুক্রবার রাতে দেশব্যাপী কারফিউ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।
স্পেন সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী
স্পেনের উদ্দেশ্যে রবিবার দেশ ত্যাগের কথা থাকলেও সফর বাতিল করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন।
চলতি সপ্তাহে আন্দোলনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে
চলতি সপ্তাহের আন্দোলনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের হিসেব অনুযায়ী এই সপ্তাহের আন্দোলনে এখনও পর্যন্ত ১১৫ জন মারা গেছে।
জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নিহত হয়েছে ৫৬ জন। এ নিয়ে গত তিন দিনে নিহতের সংখ্যা ১০৩।