পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী চলমান বিক্ষোভের সময় নৃশংস হামলায় আহত ব্যক্তিদের সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৭ জুলাই) নগরীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান।
পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় তিনি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
পরিদর্শন শেষে তিনি বলেন, "আমি মনে করি দেশকে ভিক্ষুকে পরিণত করার জন্য অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র ছিল এটি।"
তিনি আরও বলেন, এই ভয়াবহ সহিংসতার জন্য এসব অপরাধীর বিচার করা দেশের জনগণের উপর নির্ভর করছে।
পঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুনরায় বলেন, তার সরকার আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে।
তিনি বলেন, তাণ্ডবে যারা হাত-পা হারিয়েছেন সরকার তাদের কৃত্রিম হাত-পা সরবরাহ করবে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি হাসপাতাল পরিদর্শনের কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন, “গুলিবিদ্ধ ও পঙ্গু হওয়ার পর শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যাওয়া, মায়াকান্না দেখানো এবং সহায়তার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি নজির।”
বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে সরকার শুরু থেকেই 'ক্ষমতাসীন দলের গুণ্ডাদের' ব্যবহার করেছে। বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের পাশাপাশি তরুণ ছাত্রদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ডিবি পুলিশের হেফাজতে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে শনিবার হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।
এর আগে শুক্রবার আরও তিনজন সমন্বয়ককে (নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার) হেফাজতে নেয় ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ শুক্রবার বলেন, “নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে।"
ভিডিওঃ ঢাকার রাস্তায় এখনও সেনাবাহিনী মোতায়েন রয়েছে
শনিবারও (২৭ জুলাই) ঢাকার রাস্তায় সেনাবাহিনীকে সাঁজোয়া বহরসহ ঢাকার রাস্তায় দেখা গেছে।
ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা, ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল।
কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও নাগরিক অস্থিরতার কারণে বৃহস্পতিবার রাত থেকে সারাদেশে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
১৫ দিনে ঢাকায় গ্রেপ্তার ২,৫৩৬ জন, জানালো ডিএমপি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় রাজধানী ঢাকায় ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি কে এন রায় নিয়তি জানান, গত ১২ থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হামলাকারী ও নাশকতাকারী চিহ্নিত না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে। রংপুর শিল্পকলা মিলনায়তনে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)