কারফিউ জারি থাকবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবারও ঢাকাসহ সারাদেশে কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন।
রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, "সোমবার বেলা দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাঁচটার পর আবারও কারফিউ শুরু হবে।"
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কারফিউ জারি থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে।
ঢাকায় ৫০০'রও বেশি গ্রেফতার
বাংলাদেশের রাজধানী ঢাকায় সরকার চাকরির কোটার বিরুদ্ধে বিক্ষোভের কারণে কয়েকদিনের সংঘর্ষে কয়েকজন বিরোধী নেতাসহ ৫০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ সোমবার জানিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, "সহিংসতার ঘটনায় অন্তত ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "রাজধানীতে অশান্তির সময় অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছেন এবং প্রায় এক হাজার আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০ জনের অবস্থা গুরুতর।"
বিরোধী দলের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, "তাদের মধ্যে বিএনপির কিছু নেতাও রয়েছে।"
(এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি থেকে নেয়া হয়েছে।)
প্রথম আলোর সোমবারের ছাপা সংস্করণে বলা হচ্ছে বিক্ষোভে নিহতদের মোট সংখ্যা অন্তত ১৭৪
বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর সোমবারের (২২ জুলাই) ছাপা সংস্করণে বলা হয়েছে, এ সপ্তাহের সহিংসতায় এখনও পর্যন্ত অন্তত ১৭৪ জন মারা গেছে।
প্রথম আলো তাদের প্রতিবেদনে দাবী করেছে, রবিবার রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিডিয়াকে মৃতের সংখ্যা জানাচ্ছে না।
জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানালেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ইউনূস সেন্টারের বদলে প্রটেক্ট ইউনূস ক্যাম্পেইনের মাধ্যমে তিনি এই বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, "যারা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আমি বিশ্ব নেতা এবং জাতিসংঘকে তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার তদন্ত হওয়া উচিত।"
ছাত্র ও আরও যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদের উপর ছাত্রলীগ, পুলিশ এবং বর্ডার গার্ড হামলা চালিয়েছে...এর ফলে এপর্যন্ত অন্তত দুইশ জন নিহত এবং সাতশ'র মতো মানুষ আহত হয়েছেন, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই নাগরিকরা এই আবেদনের কথা শুনবে না বা বিশ্ব নেতাদের কাছে তাদের নিজস্ব আবেদন পেশ করতে সক্ষম হবে না।