অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

২৩:৫৩ ২০.৭.২০২৪

ভারতীয় শিক্ষার্থীদের অনেকেই বাংলাদেশ ছাড়ছেন

ছবিতে দেখা যাচ্ছে আখাউড়া ভারত-বাংলাদেশ সীমান্ত চেক পোষ্টে ভারতীয় ছাত্রদের কাগজ-পত্র পরীক্ষা করছেন ভারতের বিএসএফ। বাংলদেশের চলমান সহিংসতার প্রেক্ষিতে অনেক ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ ত্যাগ করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জাইসোয়াল শুক্রবার জানিয়েছিলেন, "সে দেশে (বাংলাদেশে) প্রায় সাড়ে আট হাজার ভারতীয় ছাত্র এবং ১৫ হাজার ভারতীয় নাগরিক আছেন। আমরা একটি ভ্রমণ পরামর্শ প্রকাশ করেছি, যাতে হাই কমিশনের সাথে যোগাযোগ করা এবং আমাদের কাছ থেকে তাদের কোনো সাহায্য লাগলে তারা সেটা পায়।

পররাষ্ট্রমন্ত্রী নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হাই কমিশন সেখানকার পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেবে। আমরাও নিয়মিত আপডেট দেবো, আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিবারের সব সদস্যকে যোগাযোগ রাখার আহ্বান জানাচ্ছি।

নিয়মিত আপডেটের জন্য আমাদের ফলো করুন। আমরা আমাদের সব নাগরিককে সম্ভাব্য সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

২১:১২ ২০.৭.২০২৪

রবিবার ও সোমবার ছুটি ঘোষণা

নির্বাহী আদেশে রবিবার ও সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শনিবার (২০ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২০:৩৯ ২০.৭.২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তাঁর রামপুরার বাসা থেকে আটক করা হয়েছে বলে বলছেন দলের আবু নাইম।

ভয়েস অফ আমেরিকাকে তিনি জানান, "আমরা র‍্যাব-৩ ও র‍্যাবের সদর দপ্তরে যোগাযোগ করেছি, কেউ আমাদের কাছে স্বীকার করেননি, নুরুল হক নুরকে ধরে আনার বিষয়টি। আমরা এখনও তাঁর কোন খোঁজ পাইনি। এ বিষয়ে আমরা আগামীকাল সকালবেলা অবরোধ কর্মসুচী দিয়েছি।"

২০:১০ ২০.৭.২০২৪

বাংলাদেশে এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সীমিত ব্রডব্যান্ড ছাড়া বাংলাদেশ এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এই পরিষেবা অনির্দিস্ট কালের জন্য বন্ধ থাকবে।

আরও লোড করুন

XS
SM
MD
LG