অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

১৯:৪১ ২০.৭.২০২৪

আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়েছে।

তাঁর বাবা বদরুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে তাঁর বন্ধুর বাসা থেকে ডিবি পুলিশ (তাদের অনুমান) তুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, "আমরা আজ (শনিবার) সকালে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম, তারা আমাদের জানিয়েছে ডিবি তাকে তুলে নেয়নি।" ডিবি কার্যালয়ে কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন বদরুল ইসলাম। তিনি বলেন, "এখন পর্যন্ত আমরা ছেলের কোন খোঁজ পাচ্ছি না।"

১৩:১৩ ২০.৭.২০২৪

চলতি সপ্তাহে আন্দোলনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে

চলতি সপ্তাহের আন্দোলনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের হিসেব অনুযায়ী এই সপ্তাহের আন্দোলনে এখনও পর্যন্ত ১১৫ জন মারা গেছে।

জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নিহত হয়েছে ৫৬ জন। এ নিয়ে গত তিন দিনে নিহতের সংখ্যা ১০৩।

১২:৪৯ ২০.৭.২০২৪

স্পেন সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পেনের উদ্দেশ্যে রবিবার দেশ ত্যাগের কথা থাকলেও সফর বাতিল করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন।

১২:৪০ ২০.৭.২০২৪

ভিডিওঃ কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল

শুক্রবার কারফিউ জারি হওয়ার পর শনিবার ঢাকার রাস্তায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। গণভবনে ১৪ দলের বৈঠকে শুক্রবার রাতে দেশব্যাপী কারফিউ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও লোড করুন

XS
SM
MD
LG