অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তাদের সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করলো নিরাপত্তা সংস্থাগুলো


মার্চ মাসের প্রাইমারিতে সান ফ্রান্সিস্কোর এক ভোটার ভোট দিচ্ছেন। ফটোঃ ৫ মার্চ, ২০২৪।
মার্চ মাসের প্রাইমারিতে সান ফ্রান্সিস্কোর এক ভোটার ভোট দিচ্ছেন। ফটোঃ ৫ মার্চ, ২০২৪।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলো নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের আস্থা নষ্ট করার লক্ষ্যে নতুন কর্মকাণ্ড মোকাবিলা করার জন্য নির্বাচনী কর্মকর্তাদের প্রস্তুত করার চেষ্টা করছে। বেশ কয়েকটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, পরিচিত কিছু প্রতিপক্ষ তাদের প্রচেষ্টা জোরদার করতে শুরু করেছে।

সাইবার সিকিউরিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ), জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় (ওডিএনআই) এবং এফবিআই বুধবার নতুন একটি সতর্কতা জারি করেছে যে, বরাবর যাদের সন্দেহ করা হয়, সেই রাশিয়া, চীন এবং ইরান উত্তেজনা উস্কে দেয়ার এবং আমেরিকান ভোটারদের বিভক্ত করার উপায় খুঁজছে।

সিআইএসএ’র ওয়েবসাইটে প্রকাশিত সর্বসাম্প্রতিক নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, পরিচিত কৌশল অবলম্বন করা ছাড়াও রাশিয়া, চীন ও ইরান যুক্তরাষ্ট্রের ভোটারদের বিভ্রান্ত করতে এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করতে নতুন কৌশল অবলম্বন করতে পারে।

এরকম একটি কৌশল হলো ভয়েস ক্লোনিং- কোনো সরকারি কর্মকর্তা বা ব্যক্তিত্বের কণ্ঠ নকল করে ভুয়া রেকর্ডিং ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা। সংস্থাগুলো গত বছর স্লোভাক প্রজাতন্ত্রের নির্বাচনের একটি উদাহরণ তুলে ধরে।

ভুয়া রেকর্ডিং

সেখানে একটি দলের গুরুত্বপূর্ণ একজন নেতার ভুয়া রেকর্ডিং-এ তাকে ভোটে কারচুপি করার বিষয়ে আলোচনা করতে দেখা গেছে।

নির্দেশিকায় সতর্ক করে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের অভিযান থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরান যুক্তরাষ্ট্রে ‘হ্যাকিং ও লিক’ সংক্রান্ত সাইবার হামলা চালানোর চেষ্টা করতে পারে।

টেক জায়ান্ট মাইক্রোসফট বুধবার সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া এরই মধ্যে নির্বাচনে হস্তক্ষেপের প্রচেষ্টা জোরদার করছে এমন লক্ষণ তারা দেখতে পাচ্ছে।

মাইক্রোসফটের থ্রেট এনালাইসিস সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, “গত ৪৫ দিন ধরে নির্বাচনে রুশ প্রভাব বিস্তারকারীরা প্রভাব বিস্তার করার কাজ শুরু করেছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত রাশিয়ার প্রচেষ্টা “২০২০ সালের থিমগুলোর মিশ্রণ ব্যবহার করে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে হ্রাস করার দিকে নতুন করে মনোনিবেশ করছে।”

XS
SM
MD
LG