অ্যাকসেসিবিলিটি লিংক

দমকলের নারীযোদ্ধা


দমকলের নারীযোদ্ধা
please wait

No media source currently available

0:00 0:05:06 0:00

গত নভেম্বরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের প্রথম মহিলা ফায়ার ফাইটার নিয়োগ দেয়। প্রায় ২৭০০ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাই হয়ে ১৫ জন টগবগে তরুণী সুযোগ পান প্রশিক্ষণের।
চলুন, পরিচিত হই এমন দুজন প্রশিক্ষণার্থীদের সাথে, যারা দমকল যোদ্ধার মতো পুরুষ-প্রধান পেশার রূঢ় ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছেন। কঠোর প্রশিক্ষণ থেকে শুরু করে আগুনের সাথে লড়াই করা পর্যন্ত - সাহস, দৃঢ়সংকল্প এবং স্বপ্নের এই পথচলাটা কেমন, জেনে নিই সরাসরি তাদের মুখ থেকে।
ভয়েস অফ আমেরিকার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন সাকিব প্রত্যয়।

XS
SM
MD
LG