ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির চিড়িয়াখানায় বসবাসকারী একটি হাতিকে নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর ১৭ই ডিসেম্বর মঙ্গলবার মৃত অবস্থায় পাওয়া গেছে।
সোমবার বিকেলে চিড়িয়াখানার মাঠের বাইরে একটি নদী দিয়ে একটি নির্দিষ্ট এলাকায় মাহুতের কাছে দুটি হাতির মধ্যে মলি নামের ৪৫ বছর বয়সী একটি সুমাত্রান নারী হাতি ছিল।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রথম হাতিটি নদী পার হয়ে গিয়েছিল এবং মলি নদীতে ছিল। এমন সময় উজানে ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ স্রোত বেড়ে যায়, মলি ভারসাম্য হারিয়ে ফেলে এবং ভেসে যায়। (এপি)