ইতালির উত্তরাঞ্চলে একটি গুহা থেকে আহত একজন গুহা-অভিযানকারীকে বের করে আনার অভিযানে গুহার অজানা অংশ ছেড়ে মূল সুরঙ্গে প্রবেশের জন্য একটি কঠিন পথ পরিষ্কার করেছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর।
চতুর্থ দিনে গড়ানো এই অভিযান আরো দেড় দিন চলবে বলে অনুমান করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় তার টিমের সদস্যরা কর্তৃপক্ষকে আটকা পড়ার বিষয়টি জানানোর পর থেকে ১২০ জনের বেশি প্রযুক্তিবিদ সার্বক্ষণিক এই অভিযানে সহায়তা করছেন। (এপি)