ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। সোমবার ১২ ফেব্রুয়ারি ভারতীয় সময় সকালে উত্তর প্রদেশের মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাস ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন লেগে যায়। অকুস্থলে ঝলসে মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচ জনের।
মথুরার মহাবন এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মারুতি সুজুকি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সমময় উত্তর প্রদেশের আগ্রা থেকে নয়ডায় যাচ্ছিল সংঘর্ষে পড়া বাসটি। কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে।
বাসটির সঙ্গে গাড়িটির সংঘর্ষর পরই গাড়িতে আগুন লেগে যায়। বাসযাত্রীরা কোনওমতে আগুনের গ্রাস থেকে পালাতে সক্ষম হন। কিন্ত গাড়ির ভিতরে আটকে পড়েন সেটির যাত্রীরা। জীবন্ত পুড়ে মৃত্যু হয় পাঁচ যাত্রীর।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি টায়ার ফেটে যাওয়ায় বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ধাক্কা লাগার পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। বাসযাত্রীরা দ্রুত নেমে যান। কেউ কেউ জানলা দিয়েও বেরিয়ে আসেন। কিন্তু গাড়ির যাত্রীরা বেরোতে পারেননি। চালক-সহ ভিতরে থাকা পাঁচ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। দমকল এবং পুলিশকর্মীরা এসে বাস ও গাড়ির আগুন নেভান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এখনও পর্যন্ত মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।