অ্যাকসেসিবিলিটি লিংক

নীতিন গড়করি: "যে দলই ক্ষমতায় থাকুক, যিনি ভাল কাজ করেন তিনি সম্মান পান না"


ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।

বর্তমান বিজেপি সরকারের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি নিজের দল বিজেপি বা অন্য কোনও বিরোধী দল, রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের বিরুদ্ধে সব সময়ে সরব হয়েছেন। মহারাষ্ট্রের এই বিজেপি নেতা বিভিন্ন সময়ে দাবি করেছেন নিজের কাজের প্রচার করতে তিনি ভালবাসেন না।

কেন্দ্রে দীর্ঘতম সময় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দায়িত্ব সামলানো (৮ বছরেরও বেশি সময়ের কার্যকাল) বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়করি সম্প্রতি মন্তব্য করেছেন, 'ভাল কাজ করলেও সম্মান পাওয়া যায় না।" তার এই মন্তব্য ঘিরে দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে।

রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের বর্তমান রাজনৈতিক মহল নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন গড়কড়ি। তার মতে, যে পরিস্থিতি হয়ে আছে তা দেশের গণতন্ত্রের জন্য কখনই ভাল নয়।

নীতিন গড়কড়ি তার বক্তব্যে কোনও দলকে নিশানা করেননি। ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কাউকে কটাক্ষ করেননি। তিনি বলেছেন, ''যে দলই ক্ষমতায় থাকুক, যিনি ভাল কাজ করেন তিনি সম্মান পান না। আর যে ব্যক্তি খারাপ কাজ করে, সে কোনও শাস্তি পায় না। এটাই যেন নিয়ম হয়ে গিয়েছে।''

গড়কড়ির কথায়, "জনপ্রিয়তা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার থেকেও বড় বিষয় কে কী কাজ করছে।" সংসদে ভাষণ দেওয়ার থেকে নিজের এলাকায় কাজ দেখানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী খেদ প্রকাশ করে বলেন, "এখনকার দিনে দেশের রাজনীতি এমন নেতায় ছেয়ে গেছে যারা শুধুমাত্র নিজেদের সুবিধার দিকটা দেখে। দলের সঙ্গে থাকে কেবল নিজের স্বার্থের জন্য। দরকার মিটে গেলে অন্য দলে চলে যায়। সেই সব নেতাদের সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে যারা নিজের স্বার্থ ছেড়ে দলের নীতি মেনেই হয়ে কাজ করতেন।"

XS
SM
MD
LG