অ্যাকসেসিবিলিটি লিংক

লোকসভা নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির সঙ্গে বিজেপির জোটের সম্ভাবনা


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রচলিত রাজনৈতিক রীতি অনুযায়ী এইবারও লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। তার আগে অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির প্রধান এবং অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। যা ঘিরে অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজনীতিতে আলোড়ন দেখা দিয়েছে।

চন্দ্রবাবু নাইডু বুধবার ৭ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুরে দিল্লি পৌঁছেছেন। এদিনই ভারতীয় সময় বেশি রাতে তার অমিত শাহ ও জেপি নাড্ডা-র সঙ্গে বৈঠকে বসার কথা।

অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক নয়। তবে তাদের সঙ্গে বিজেপির সম্পর্ক ভাল। জগমোহন রেড্ডি এনডিএ বা ইন্ডিয়া কোনও জোটেই নেই। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সংসদে কেন্দ্রীয় সরকারের পাশেই থেকেছে তার দল।

অন্যদিকে, চন্দ্রবাবু নাইডু ছিলেন এনডিএ-এর অন্যতম স্থপতি এবং ২০১৮ পর্যন্ত এই জোটের আহ্বায়কও ছিলেন তিনি। বর্তমানে তিনি রাজ্যে ক্ষমতায় ফিরতে আগ্রহী। গত বছর দুর্নীতির মামলায় তাকে জেলবন্দী করে ক্ষমতাসীন জগমোহন সরকার।

সেই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর চন্দ্রবাবু নাইডু প্রথমেই গিয়েছিলেন গত ২২ জানুয়ারি উত্তর প্রদেশের বারাণসীর অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হলেও তার কথা হয়নি।

দলীয় সূত্রে খবর তেলেগু দেশম পার্টির প্রধান গত বেশ কিছুদিন যাবত অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে কথা চালাচ্ছেন। তিনি ইতিমধ্যে একবার বৈঠকও করেছেন বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে।

কয়েক দিন আগে সংসদে বাজেট অধিবেশনে দক্ষিণের রাজ্য কর্ণাটকের কংগ্রেস সংসদ সদস্য ডিকে সুরেশ পৃথক দক্ষিণ ভারত রাষ্ট্রের দাবি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি ভারতের সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেন অন্তর্বর্তী বাজেট।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে বিজেপি বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। অবিলম্বে এই বঞ্চনা বন্ধ না হলে দক্ষিণ ভারতকে পৃথক দেশ গড়ার দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন কর্নাটকের এই কংগ্রেস নেতা।

কংগ্রেস দলীয় সূত্রে জানানো হয়েছে, দলের সংসদ সদস্য ডিকে সুরেশ কোন পরিস্থিতিতে পৃথক দক্ষিণ রাষ্ট্রের কথা বলেছেন, তথ্য পরিসংখ্যান দিয়ে তা জলদিই তুলে ধরা হবে।

এই প্রেক্ষাপটে দক্ষিণ ভারতের অবিজেপি রাজ্যগুলিকে নিয়ে অর্থনীতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামইয়া।

মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা বাসবরাজ রায়ারেডি দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। চলতি সপ্তাহেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্থিক উপদেষ্টাদের বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দক্ষিণ ভারত থেকে কেন্দ্রীয় সরকার যে বিপুল রাজস্ব আদায় করে তার সামান্যই রাজ্যগুলি ফেরত পায়। রাজস্ব ভাগ বাটোয়ারার কাজ করে থাকে অর্থ কমিশন। অথচ কমিশনের বিচার্য ঠিক করার সময় রাজ্যগুলির মতামত নেওয়া হয় না।

এই সব বিষয়গুলি নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির দাবিদাওয়া একত্রে দিল্লির দরবারে তুলে ধরাই জোট গঠনের উদ্দেশ্য বলে জানিয়েছেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বুধবার ৭ ফেব্রুয়ারি সংসদে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা কর্ণাটকের সংসদ সদস্যদের। দিল্লিতে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ নিয়ে ধর্নায় বসতে চলেছেন দক্ষিণ ভারতের তিন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী।

বুধবার ধর্নায় বসবেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার সঙ্গী হচ্ছেন তার গোটা মন্ত্রীসভা এবং এলডিএফ বিধায়ক দল। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ধর্নায় বসবেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তেলেঙ্গানার কংগ্রেস রেবন্ত রেড্ডি।

এই প্রেক্ষাপটে বিজেপি শিবির আগামী লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতে শরিক দলের সংখ্যা বাড়াতে আগ্রহী। কর্নাটকে তারা জনতা দল সেকুলার-এর সঙ্গে জোট করেছে। কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে কোনও দলকে এখনও জোটসঙ্গী হিসাবে পায়নি বিজেপি।

XS
SM
MD
LG