অ্যাকসেসিবিলিটি লিংক

অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে ইডি, শীর্ষ আপ নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান


ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় টানা পাঁচবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২ ফেব্রুয়ারি শেষবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি। এবারেও উপস্থিত হননি কেজরিওয়াল।

এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শনিবার ৩ ফেব্রুয়ারি আদালতে গেল ইডি। বুধবার ৭ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে নতুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে।

দিল্লির আদালতে ৩ ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর (পিএমএলএ) ৬৩ (৪)ধারায় অভিযোগ জানিয়েছে ইডি।

অরবিন্দ কেজরিওয়ালের হাজিরা নিশ্চিত করতে বুধবার ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন জানাতে পারেন তদন্তকারীরা।

আদালতে ইডি-র আবেদনের বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। গত শুক্রবার ২ ফেব্রুয়ারি ইডির হাজিরা এড়ানোর কারণ হিসেবে আম আদমি পার্টির প্রধান শুধু জানিয়েছিলেন, এবারও তিনি ইডি দফতরে যাচ্ছেন না।

গ্রেফতারের জন্যই কেজরিওয়ালকে বারবার তলব করা হচ্ছে বলে দাবি করেছিল আম আদমি পার্টি।

এর আগে গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরের পর চলতি বছরে ৩ জানুয়ারি, ১৯ জানুয়ারি আপ প্রধানকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু কোনওবারই তলবে সাড়া দেননি তিনি।

তার মধ্যে ২১ ডিসেম্বর কেজরিওয়াল তার যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তার আগে নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে সেই সময়ে বিধানসভা নির্বাচনের প্রচারের কাজে গিয়েছিলেন তিনি। বাকি দুটি তলবে না যাওয়ার কারণও জানিয়েছিলেন কেজরিওয়াল।

ইডি যে সমন পাঠাচ্ছে তা আইনত বৈধ নয় বলে আগেই দাবি করেছে আপ। ইডিকে দেওয়া জবাবে অরবিন্দ কেজরিওয়াল একাধিকবার জানিয়েছেন, তাকে পাঠানো ইডির সমন বেআইনি।

তদন্তে যে কোনও রকমের সাহায্য করতে তিনি প্রস্তুত। যে কোনও আইনত বৈধ সমনেরও জবাব দিতে রাজি। কিন্তু শুধুমাত্র গ্রেফতারের চেষ্টাতেই তাকে বারবার সমন পাঠানো হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির আবগারী দুর্নীতি মামলায় বারবার সমন পাঠাচ্ছে ইডি। আপ সূত্রের খবর, প্রায় দু'বছর ধরে প্রাক্তন আবগারি মন্ত্রী মণীশ সিশোদিয়া মদ দুর্নীতির মামলায় জেলবন্দী রয়েছেন। ছয় মাসের কাছাকাছি সময় জেলে বন্দী আপ-এর আর এক গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় সিং।

এরই মধ্যে মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ভারতীয় সময় সকালে অরবিন্দ কেজরিওলের ব্যক্তিগত সচিবের বাড়িতে হানা দিয়েছে ইডি। আম আদমি পার্টির প্রধানের সচিবের পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ আপ নেতাদের বাড়িতেও হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা।

অর্থ তছরুপের মামলাতেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দলীয় নেতাদের বাড়িতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর।

মঙ্গলবার ভারতীয় সময় সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডির গোয়েন্দারা।

এছাড়াও প্রাক্তন দিল্লি জল বোর্ড (ডিজেবি)-এর সদস্য শলভ কুমার সহ আরও কয়েক জন আপ নেতার বাড়িতে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) এলাকার মোট ১২টি জায়গায় চলে তল্লাশি।

ইডি-র গোয়েন্দারা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। জানা গিয়েছে, বিভব কুমার ও শলভ কুমার ছাড়াও, ইডি আধিকারিকরা আপ কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার সদস্য এনডি গুপ্ত-র বাড়িতেও অভিযান চালিয়েছেন। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি, জিজ্ঞাসাবাদ।

XS
SM
MD
LG