অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মহিলাদের তুলনায় পুরুষেরা ক্যানসারে আক্রান্ত হন বেশি, জাতীয় সমীক্ষার ফলাফল


ভারতে মহিলাদের তুলনায় পুরুষেরা ক্যানসারে আক্রান্ত হন বেশি, জাতীয় সমীক্ষার ফলাফল।
ভারতে মহিলাদের তুলনায় পুরুষেরা ক্যানসারে আক্রান্ত হন বেশি, জাতীয় সমীক্ষার ফলাফল।

ভারতের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট দেশের ১৭ হাজার পুরুষ ও ৮ হাজার মহিলার ওপর সম্প্রতি এক সমীক্ষা চালিয়ে দেখেছে পুরুষদের ক্যানসারের ঝুঁকি মহিলাদের তুলনায় বেশি। এই সমীক্ষায় উঠে এসেছে পুরুষদের মধ্যে যে ধরনের ক্যানসারের আশঙ্কা বেশি তা হল ইসোফেগাল বা খাদ্যনালীর ক্যানসার (মহিলাদের থেকে ১০ গুণ বেশি), ল্যারিংস-এর ক্যানসার (মহিলাদের থেকে ৩.৫ গুণ বেশি), গ্যাস্ট্রিক ক্যানসার (মহিলাদের থেকে ৩.৫ গুণ বেশি) ও ব্লাডার ক্যানসার (মহিলাদের থেকে ৩.৩ গুণ বেশি)।

সারা পৃথিবীর অনকোলজিস্টদের বিভিন্ন সময়ের গবেষণায় উঠে এসেছে, লিঙ্গভেদে ক্যানসারের ঝুঁকি ভিন্নরকম হয়। মহিলাদের তুলনায় পুরুষদের ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর কারণ হিসেবে গবেষকরা জানিয়েছেন, পুরুষদের অভ্যাস, জীবনযাপনের পদ্ধতি, খাদ্যাভ্যাসের ধরন, নেশার প্রবণতা ইত্যাদি কারণ রয়েছে যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পুরুষদের মধ্যে সাধারণত ধূমপান ও অ্যালকোহলের নেশার প্রবণতা বেশি দেখা যায়।

ভারতে ক্যানসার হাসপাতাল টাটা মেমোরিয়ালের একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। তাতে চিকিৎসকরা জানিয়েছিলেন, গত ১০ বছরের রিপোর্টে দেখা গেছে হাসপাতালে যে সংখ্যক ব্যক্তি ক্যানসারের চিকিৎসা করতে এসেছিলেন তাদের মধ্যে মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ।

দিল্লির এইমস-এর সমীক্ষায় উঠে এসেছে, ক্যানসার আক্রান্তদের মধ্যে পুরুষ, মহিলাদের মধ্যে অনুপাত ৫:১। টাটা মেমোরিয়ালের সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৯ সালে পুরুষদের ক্যানসার আক্রান্তদের হার ছিল ২.৩ শতাংশ। আর মহিলাদের ছিল ২.৭ শতাংশ।

চিকিৎসকদের মতে ক্যানসার একটি ‘মাল্টি ফ্যাকেটেরিয়াল ডিজিজ’। সমীক্ষায় উঠে এসেছে , অতিরিক্ত বাইরের খাবার, তেল-মশলাদার খাবার, অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড, নানারকম নেশা, ইত্যাদি নানা ফ্যাক্টর কাজ করে ক্যানসারের পিছনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর দাবি অনুসারে, প্রতিদিন প্রায় ১৩০০ জন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। আগে ক্যানসার আক্রান্তদের গড় বয়স ধরা হত ৪০ থেকে ৭০। তার পর সেটা কমে দাঁড়ায় ৩০-৬৯। বর্তমানে ক্যানসারের শিকার হচ্ছেন তার থেকেও কম বয়সীরা।

XS
SM
MD
LG