অ্যাকসেসিবিলিটি লিংক

রামমন্দির প্রাণ প্রতিষ্ঠার পর অমিত শাহ বললেন, আগের সরকারগুলো 'ভিতু ছিল'


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার ২৩ জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে রানীপ-এ রামমন্দির সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বিরোধীদের উদ্দেশে শাহ বলেন, "২০১৪ সালের আগের সরকারগুলি দেশের সংস্কৃতি, ধর্ম এবং ভাষাকে সম্মান করতে ভয় পেত। কারণ তখনকার সরকারগুলো ভিতু ছিল।"

সোমবার ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বালক রামের মূর্তিতে হিন্দু ধর্ম মতে প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার ২৩ জানুয়ারি প্রথম জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেই জনসভাতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করেন। দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে রামমন্দির ঘিরে তৈরি হওয়া প্রবল আগ্রহের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি নাম না করে কংগ্রেস-সহ বিরোধীদের সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রামমন্দিরে বালক রামের মূর্তিতে হিন্দু মতে প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর প্রশংসা করে শাহ বলেন, "প্রায় ৫০০ বছর আগে মুঘল শাসক ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন। বাবরের আমলের রামভক্তদের সেই গভীর ক্ষত সোমবার অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা করে মোদী সেলাই করলেন।"

সোমবারের পর মঙ্গলবারই প্রথম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল অযোধ্যার রামমন্দির। প্রথম দিনেই প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী ভিড় করেছিলেন রামমন্দিরে।

XS
SM
MD
LG