ভারতে পিটবুল প্রজাতির কুকুর পোষা নিষিদ্ধ। যে প্রজাতিগুলির কুকুর পোষা ভারতে বেআইনি, তার মধ্যে পিটবুল অন্যতম।
নতুন বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে পিটবুলের আক্রমণে জখম হল এক শিশু। দাদুর কোল থেকে কামড়ে টেনে দেড় বছরের শিশুকন্যার পা খুবলে দিয়েছে অপর এক ব্যক্তির পোষা পিটবুল।
দিল্লির বুরারি এলাকায় এই ঘটনা ঘটে। রাস্তায় শিশুটিকে নিয়ে ঘুরছিলেন তার দাদু। রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছ, শিশুটিকে নিয়ে ঘুরতে ঘুরতে পাড়ারই এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন সেই ব্যক্তি।
যুবকটির সঙ্গে ছিল তার পোষা পিটবুল। হঠাৎই দেখা যায় পিটবুলটি বৃদ্ধের কোলে থাকা শিশুটির দিকে তেড়ে যায়। যুবকটি কিছুতেই তাকে ধরে রাখতে পারেননি।
কুকুরটি তেড়ে গিয়ে লাফিয়ে বাচ্চাটির পা কামড়ে ধরে। তারপর শিশুটিকে কোল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় পরিত্রাহী চিৎকার করতে থাকেন শিশুটির দাদু।
ছুটে আসেন পাড়ার লোকজন। সকলে মিলে টানাটানি করেও শিশুটিকে ছাড়াতে পারেননি। অন্তত মিনিট খানেক সময় লাগে পিটবুলটির কামড় থেকে শিশুটিকে বের করে আনতে।
রক্তাক্ত শিশুটিকে নিয়ে তৎক্ষনাৎ হাসপাতালে যান তার বাড়ির লোকজন। জানা গেছে, পিটবুলের কামড়ে শিশুটির একটি পা মারাত্মকভাবে জখম হয়েছে। পায়ের কয়েক জায়গার হাড় ভেঙে গেছে। চামড়া ছিঁড়ে গেছে। একধিক সেলাই করতে হয়েছে শিশুটির পায়ে। টানা ১৭ দিন বাচ্চাটিকে ভর্তি রাখতে হয়েছিল হাসপাতালে।
পিটবুল জাতীয় শিকারি কুকুর বাড়িতে পোষার উপর নিষেধাজ্ঞা আছে। ঠিকমতো ট্রেনিং না দিলে এই প্রজাতির কুকুর হিংস্র হয়ে উঠতে পারে। পোষা বেআইনি হলেও এই প্রজাতির কুকুর পোষা হচ্ছে। গাজিয়াবাদে একাধিকবার পিটবুলের হামলা হওয়ার পর পিটবুল জাতীয় কুকুর পোষা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।