অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লিতে অগ্নিকাণ্ডে বহুতল আবাসনে মৃত ছয়, নিখোঁজ এক, আহত একাধিক


দিল্লিতে বহুতল আবাসনে অগ্নিকাণ্ড
দিল্লিতে বহুতল আবাসনে অগ্নিকাণ্ড

রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি বহুতল আবাসনে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ছয় জনের। পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকার ঘটনাটিতে মৃতদের মধ্যে চারজন মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

দিল্লির পিতমপুরায় বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ভারতীয় সময় রাতে একটি চারতলা বাড়িতে আগুন লাগে। প্রথমে একতলা এবং পরে দোতলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুনেরখবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর একে একে আটকে পড়া আবাসিকদের উদ্ধার করে দমকল।

পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে তিন জন মহিলা এবং দুজন পুরুষ। তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কিনা, তা জানা যায়নি। ঘটনাটিতে এখনও একজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বাড়িটির একতলা এবং দোতলা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বললেই চলে।

আগুন লাগার কারণ জানা যায়নি। যৌথভাবে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ এবং দমকল বাহিনী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হিটারে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে।

ঘরে কাঠের আসবাবপত্র এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়িটির প্রথম তলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।

প্রথম তলায় আগুন লাগার ফলে উপরের তলার আবাসিকরা আটকে পড়েন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

XS
SM
MD
LG