অ্যাকসেসিবিলিটি লিংক

মমতা বন্দোপাধ্যায়: লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনেই লড়াইয়ে প্রস্তুত থাকতে বললেন দলকে


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে প্রতিটি জেলা ধরে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখা শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১৯ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার সব সংসদ সদস্য, বিধায়ক ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি।

এই বৈঠকেই রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবকটায় লড়াইয়ের জন্য দলকে প্রস্তুত থাকার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠকের পর সংবাদিকদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, “মুর্শিদাবাদে আমরা শক্তিশালী। তিনটি আসনেই লড়ব আমরা”।

মুর্শিদাবাদের তিনটি আসনের মধ্যে অন্যতম হল বহরমপুর। সেখানে বর্তমান সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী। তিনটি আসনেই লড়ার অর্থ কংগ্রেসের সঙ্গে জোট না করা।

জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। জোট ধরে রাখার ব্যাপারে তিনি যে আন্তরিক সেই বার্তাই গোড়া থেকে দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের আগে কংগ্রেস-তৃণমূল আসন সমঝোতা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক দরকষাকষি চলছে। অধীর চৌধুরীরা ৬ থেকে ৮টি আসন দাবি করছেন। সেই সঙ্গে অধীর চৌধুরী বারবার বলেছেন, "বহরমপুরে বিজেপি, তৃণমূল দুজনকে হারিয়েই জিতেছি। কাউকে দরকার নেই।"

XS
SM
MD
LG