অ্যাকসেসিবিলিটি লিংক

রামমন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সম্প্রীতি মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের


ভারতের কলকাতা হাইকোর্ট
ভারতের কলকাতা হাইকোর্ট

উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের সংহতি মিছিলের উদ্যোগ নিয়েছেন। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২২ জানুয়ারি মিছিল বন্ধ করার আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যে বিরোধী (বিজেপি) দলনেতা শুভেন্দু অধিকারী।

তার আবেদন খারিজ করে দিয়ে কলকাতার হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত রাজ্যের শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি এই মামলার শুনানি ছিল।

আদালত জানিয়েছে, ভারতীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল করতে হবে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ।

বিজেপির তরফে এই মিছিলের অনুমতি দিলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনও খারিজ করে আদালত জানিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, সম্প্রীতি মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। মিছিল করতে হবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে, সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না হয়।

XS
SM
MD
LG