অ্যাকসেসিবিলিটি লিংক

মহুয়া মৈত্র মামলা করলেন সরকারি বাংলো খালি করার নোটিসের বিরুদ্ধে


ভারতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য মহুয়া মৈত্র।
ভারতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য মহুয়া মৈত্র।

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য মহুয়া মৈত্রকে অবিলম্বে তার জন্য নির্দিষ্ট সংসদ সদস্যের বাংলো ছাড়ার জন্য আবার নোটিস দিয়েছে লোকসভার কমিটি।

এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দিল্লি হাইকোর্টে মামলা করেছেন প্রাক্তন তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র। উচ্চ আদালত তার আবেদন গ্রহণ করেছে।

গত ৮ ডিসেম্বর মহুয়ার সংসদ সদস্য পদ খারিজ হয়। নিয়ম অনুযায়ী গত ৭ জানুয়ারির মধ্যে তাকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল।

কিন্তু তিনি তা না করায় গত ১২ জানুয়ারি মহুয়ার কাছে নোটিস যায়। সংশ্লিষ্ট নোটিসকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে মামলা করেছেন মহুয়া।

লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট বাংলো খালি করার নোটিস দিয়েছিল লোকসভার ডিরেক্টরেট অফ এস্টেট। সেই নোটিসের পরিপ্রেক্ষিতে আগামী কিছু দিন মহুয়া মৈত্র এই বাংলোয় থাকতে চেয়ে অনুরোধ করেছিলেন।

তবে ডিরেক্টরেট অফ এস্টেট জানিয়ে দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদকে অবিলম্বে বাংলো ছাড়তে হবে।

গত ৭ জানুয়ারি পর্যন্ত দিল্লির ওই বাংলোয় মহুয়ার থাকার অনুমতি ছিল। বাংলো না ছাড়ায় তাকে এর আগে গত ৮ জানুয়ারি একবার কারণ দর্শানোর নোটিস দিয়েছিল কেন্দ্রীয় দফতর।

ডিওই-এর তরফ নোটিসে জানানো হয়, বাংলো খালি করতে প্রয়োজনে বলপ্রয়োগের রাস্তাতেও হাঁটা হতে পারে। ভারতে সংসদ সদস্যদের মেয়াদ শেষে স্বল্প ভাড়ায় আরও ছয় মাস সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু মহুয়া মৈত্রকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

XS
SM
MD
LG