১৯৮৯ সালে অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় শীর্ষবাছাই ম্যাটস উইল্যান্ডার-কে হারিয়েছিলেন পরবর্তীতে ভারতীয় টেনিসে কিংবদন্তী হয়ে ওঠা রমেশ কৃষ্ণান। সেই গ্র্যান্ড স্লাম টেনিস আসরে এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল।
নতুন করে আবার ইতিহাস রচনা করলেন তরুণ ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। তিনি চলতি অস্ট্রেলিয়া ওপেন-এর প্রথম রাউন্ডে বিশ্বের ৩১ নম্বর বাছাই আলেকজান্ডার বাবলিক-কে ২-৬, ৫-৭, ৩-৬ সেটে পরাজিত করেছেন।
তিন সেটের খেলায় ভারতের হরিয়াণার রোহতকের ২৬ বছরের টেনিস তারকা সুমিত জয় পান। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম কোনও ভারতীয় টেনিস তারকা গ্র্যান্ড স্লাম-এর বাছাই খেলোয়াড়কে হারালেন।
সুমিত নাগাল এর আগেও গ্র্যান্ড স্লাম টেনিসে তিনবার মূল রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে অস্ট্রেলিয়া ওপেন-এর দ্বিতীয় রাউন্ডে পৌঁছান।
তবে কোনও বাছাই তারকাকে হারিয়ে এগিয়ে যাওয়া এবারই প্রথম। সুমিত নাগাল জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন।
বিশ্বের ১৩৭ নম্বর টেনিস খেলোয়াড় সুমিত মঙ্গলবার ১৬ জানুয়ারি রড লেভার এরিনা-এ প্রায় অপ্রতিরোধ্য ছিলেন। ম্যাচের দ্বিতীয় সেটে খেলা টাইব্রেকারে গিয়েছিল। সুমিতের সার্ভিস, ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডগুলি বিপক্ষকে পর্যুদস্ত করে দেয়।