অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত জোড়ো ন্যায় যাত্রায় নাগাল্যান্ড পৌঁছালেন রাহুল গান্ধী, রামমন্দির নিয়ে দিলেন বিস্তারিত ব্যাখ্যা


মণিপুর পেরিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে পৌঁছেছেন।
মণিপুর পেরিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে পৌঁছেছেন।

আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও, যোগ দিচ্ছে না কংগ্রেস।

মঙ্গলবার ১৬ জানুয়ারি এই ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করলেন 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-এ থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মণিপুর পেরিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি মঙ্গলবার নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে পৌঁছেছেন। কোহিমায় রোড-শো-এর পর এক জনসভাতেও রাহুল গান্ধী ভাষণ দেন।

এরপর কোহিমায় এক সাংবাদিক বৈঠকে তিনি রাম, রামমন্দির, ধর্মাচরণ, ধর্মীয় সম্প্রীতি নিয়ে বিশদে বক্তব্য পেশ করেন।

রামমন্দির নিয়ে চলতি বিতর্কে মঙ্গলবার প্রথমবার বক্তব্য রাখলেন তিনি। রাহুল গান্ধী এদিন বলেন, কংগ্রেস কোনও অবস্থাতেই রামমন্দিরের বিরোধী নয়। বহু মানুষের রামের প্রতি আস্থা, ভক্তির উল্লেখ করে তিনি বলেন, "কংগ্রেস সমর্থকেরা, আমাদের শরিকেরা ব্যক্তিগতভাবে কেউ চাইলে অযোধ্যায় যেতেই পারেন। শুধু, দলগতভাবে কংগ্রেস ২২ জানুয়ারির অনুষ্ঠানে যোগ দিচ্ছে না।"

ভারতের নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় রাহুল গান্ধী।
ভারতের নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় রাহুল গান্ধী।

রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে জানান, অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠান একজন মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে হতে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী। গোটা পরিকল্পনা বিজেপি ও আরএসএস-এর তৈরি। তাই কংগ্রেস ২২ তারিখের অনুষ্ঠানে অংশ নিচ্ছে না।

প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্য, "আমরা সব ধর্মকেই মর্যাদা করি। মন্দির উদ্বোধনকে বিজেপি ও আরএসএস দলীয় কর্মসূচি বানিয়ে নিয়েছে। তারা রামমন্দিরের কৃতিত্ব কাউকে দিতে চায় না।"

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে দলগতভাবে উপস্থিত না থাকার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে মতবিরোধ রয়েছে। দলের অভ্যন্তরে কয়েক জন প্রথম সারির নেতা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমেও বেড কয়েক জন কংগ্রেস নেতা-কর্মী ভিন্ন মত পোষণ করছেন।

দলের ভেতরে নেতা-কর্মীদের মধ্যে এই বিভ্রান্তি কাটাতে কোহিমার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দলের অবস্থানের বিস্তারিত ব্যাখ্যা দেন।

XS
SM
MD
LG