কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রে দলের পরিচিত মুখ মিলিন্দ দেওরা। ইউপিএ জমানার মন্ত্রী মিলিন্দ দেওরা রাজ্যের প্রয়াত কংগ্রেস নেতা মুরলি দেওয়ার পুত্র।
মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বই এবং আরও কিছু শহরে দেওরা পরিবারের প্রভাব রয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদের মতো মিলিন্দও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন।
রবিবার ১৪ জানুয়ারি দল ছাড়ার কথা ঘোষণা করার সময় কংগ্রেস বা দলের কোনও নেতা সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করেননি মিলিন্দ দেওরা। শুধু জানিয়েছেন, মহারাষ্ট্রের উন্নতি চেয়ে দল ছাড়লেন তিনি। তার শিবির জানিয়ে দেয়, রবিবারই মিলিন্দ দেওরা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড-এর সঙ্গে দেখা করে তার দল শিব সেনায় যোগ দেবেন।
রাহুল গান্ধী রবিবারই মণিপুরের থৌবল জেলা থেকে তার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন। রবিবার মুম্বইয়ের বাড়িতে সাংবাদিকদের ডেকে কংগ্রেস ছাড়ার কথা জানান মিলিন্দ দেওরা। তিনি বলেন, "আমাদের পরিবারের সঙ্গে কংগ্রেসের ৫০ বছরের সম্পর্কের ইতি টেনে দিলাম রবিবার।"
২০২২-এর অক্টোবরে মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেস সভাপতি হওয়ার পর কংগ্রেসের নেতাদের দল ছাড়ার প্রবণতা কমতে দেখা যায়। এর আগে কপিল সিব্বল, গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ, সুনীল জাখর, হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকোর, ক্যাপ্টেন অমরিন্দর সিংহের মতো নেতারা কংগ্রেস ছেড়েছিলেন।