অ্যাকসেসিবিলিটি লিংক

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার বিষয়ে 'গ্যারান্টি দেওয়া যাচ্ছে না' বলে মন্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আগামী ১৫ মার্চ-এর মধ্যে ভারতকে মালদ্বীপ থেকে সেনা সরানোর কথা জানিয়ে দিয়েছে মালদ্বীপ সরকার। এই প্রসঙ্গে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “রাজনীতি আসলে রাজনীতিই। এখানে কোনও কিছুই গ্যারান্টি দেওয়া যায় না।”

মহম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে রাজনৈতিক থেকে দূরত্ব বেড়েছে। মুইজ্জু চীনপন্থী হিসাবে পরিচিত।

তিনি প্রেসিডেন্ট হওয়ার পর ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেন। এখন মালদ্বীপ-ভারত সম্পর্কের টানাপড়েনের সময় ফের একবার মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলছেন মুইজ্জু সরকার।

এই প্রসঙ্গে শনিবার ১৩ জানুয়ারি একটি কর্মসূচিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘রাজনীতি আসলে রাজনীতিই। আমি কখনওই গ্যারান্টি দিতে পারব না যে, সব দেশে প্রতিদিন প্রত্যেক মানুষ আমাদের সমর্থন করবেন, বা আমাদের পাশে থাকবেন।’’ তিনি এও বলেন গত ১০ বছর ধরে পৃথিবীর বাকি দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরির চেষ্টা করেছে ভারত।

জয়শঙ্কর আরও বলেন, ‘‘গত ১০ বছর ধরে আমরা চেষ্টা করছি যাতে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায়। এও দেখা হচ্ছে যে এর মাঝে কোনও রাজনৈতিক চাপানউতর তৈরি হলেও যাতে সেই দেশের মানুষের ভারতের প্রতি সুন্দর অনুভূতি থাকে, তারা যাতে বোঝেন যে, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টাই করা হয়েছে।’’

বিগত কয়েকদিন ধর 'মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ' বিতর্কে উত্তাল রাজনীতি। সম্প্রতি লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে নিয়ে আপত্তিজনক কিছু মন্তব্য করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী।

এরপর থেকে ভারতে ওঠে 'মালদ্বীপ বয়কট'-এর রব। যদিও মালদ্বীপের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তাদের তিন জন মন্ত্রী যে মন্তব্য করেছেন, তাকে সমর্থন করে না দ্বীপরাষ্ট্র। এই মন্তব্য ‘গ্রহণযোগ্য’ নয়। সেই তিন জন মন্ত্রীকে বরখাস্তকও করা হয়।

XS
SM
MD
LG