অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের চেয়ারম্যান হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে


কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ইন্ডিয়া-র চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামও তালিকায় ছিল।

তবে শনিবার ১৩ জানুয়ারি জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে খাড়্গেকেই চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তাতে সায় দেন নীতীশ কুমারও।

শনিবার বিরোধী জোটের ভার্চুয়াল বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিল না অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস। গত ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল, সেখানে ইন্ডিয়া জোটের আহ্বায়ক তথা প্রধানমন্ত্রী মুখ হিসাবে খাড়্গের নামই প্রস্তাব করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আম আদমি পার্টির তরফে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তাতে সম্মতি প্রকাশ করেছিলেন। তবে বাকি দলগুলি সেই সময়ে তাতে সায় দেয়নি। শেষ পর্যন্ত মল্লিকার্জুন খাড়্গেকেই সেই পদের জন্য বেছে নেওয়া হল।

এখনও পর্যন্ত লোকসভা ভোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। সেই সংস্ক্রান্ত আলোচনাও এগোয়নি।

গত শনিবার ১৩ জানুয়ারি যে ইন্ডিয়া জোটের দলগুলি ভার্চুয়াল আলোচনায় বসবে, তা স্থির হয় বৈঠকের একদিন আগে। শুক্রবার, ১২ জানুয়ারি ভারতীয় সময় রাতে সেই খবর তৃণমূল কংগ্রেসকে জানিয়ে বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আগাম না জানানোর জন্যই তার এই সিদ্ধান্ত বলে জোটে জানিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

গত ১৯ ডিসেম্বরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩১ ডিসেম্বরের মধ্যে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করে ফেলার কথা বলেছিলেন। কিন্তু নতুন বছরের এক সপ্তাহ কেটে গেলেও এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি জোটের পক্ষ থেকে।

আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্যে এই নিয়ে টানাপড়েনও অব্যাহত। কংগ্রেস দিল্লিতে ৪টি এবং পাঞ্জাবে ৭টি আসন দাবি করছে।

কিন্তু আপ এই দাবি মানতে রাজি নয়। গোয়া, হরিয়ানা এবং গুজরাটেও আপ প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলে দলীয় সূত্রে খবর।

আবার উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে সমাজবাদী পার্টির।

XS
SM
MD
LG