অ্যাকসেসিবিলিটি লিংক

মায়াবতী: বহুজন সমাজ পার্টি সুপ্রিমো জানালেন ইন্ডিয়া বা এনডিএ কোনও জোটেই থাকবেন না


ভারতের উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।
ভারতের উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।

সোমবার ১৫ জানুয়ারি ভারতের বহুজন সমাজ পার্টির সুপ্রিমো তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ঘোষণা করলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তার দল বিএসপি, বিজেপি ও শরিক দলগুলির জোট এনডিএ বা বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, কোনও জোটেই থাকবে না। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর ঠিক করবেন বিএসপি কোনও জোটের হাত ধরবে কিনা।

উত্তর প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির জনভিত্তি এবং সংগঠনের বর্তমান পরিস্থিতিতে লোকসভা ভোটে ক'টা আসন পাবে তা নিয়ে দলের অভ্যন্তরে সংশয় আছে। গত বছর বিধানসভা ভোটেও একলা চলার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে সমস্যায় ফেলেছিলেন মায়াবতী।

বহু আসন কংগ্রেস ও সমাজবাদী পার্টি হারিয়েছে বিএসপি প্রার্থীরা ভোট কেটে নেওয়ায়। মায়াবতীর দল জেতে মাত্র দুটি আসনে।

সোমবার ১৫ জানুয়ারি মায়াবতী ৬৮তম জন্মদিন। তার জন্মদিনটি তার দল জনকল্যাণ দিবস হিসাবে পালন করছে।

দলীয় সূত্রে খবর ছিল, ইন্ডিয়া জোটে বিএসপি থাকবে কিনা সে ব্যাপারে সোমবার অবস্থান স্পষ্ট করবেন দলিত নেত্রী। তিনি সেই ঘোষণাই করলেন লখনউয়ের দলীয় দফতরে সাংবাদিক বৈঠক ডেকে।

সোমবার মায়াবতীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ মায়াবতীকে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন।

ইন্ডিয়া জোটে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিকে শুরুতে আমন্ত্রণ জানানো হয়নি। গত বছর উত্তর প্রদেশে বিধানসভার উপনির্বাচনে চারটি আসনের দুটিতে বিএসপি প্রার্থী না দিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির পাশে ছিল।

মায়াবতীর দলের একাংশ জোটে যোগ দিতে আগ্রহী ছিল বলে দলীয় সূত্রে খবর। কংগ্রেস ও সমাজবাদী পার্টির সঙ্গে আলোচনাও চলছিল।

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী চেয়েছিলেন, মায়াবতীকে জোটে নেওয়া হোক। কারণ, গত বছর বিধানসভা ভোটে মায়াবতীর দল মাত্র দুটি আসন পেলেও বহু জায়গায় কংগ্রেস ও এসপির ভোটে ভাগ বসিয়েছে।

অন্যদিকে, বিজেপি শিবির চেয়েছিল, মায়াবতী বিধানসভা ভোটের মতো একাই লড়াই করুন। কোনও জোটে যেন তার দল যোগ না দেয়।

সোমবার নিজের জন্মদিনে মায়াবতী জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে যে জল্পনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

XS
SM
MD
LG