ভারতে চলছে ভারতের সঙ্গে আফগানিস্তানের টি ২০ সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে জিতেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে এই প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে আউট হয়েছেন।
শূন্য রানে রান আইট হলেও বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। এই নজিরের কাছাকাছি রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি নিজের দেশের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছিলেন। শোয়েব মালিক ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন।
রোহিতের এর আগে রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি ছয় মারার। এবার তিনি সেঞ্চুরি ম্যাচ জিতে নজির গড়লেন। ১৪ মাস পরে রোহিত আবারও কোনও টি ২০ ম্যাচ খেলতে নেমেছেন দেশের হয়ে। শেষ টি ২০ ম্যাচ তিনি খেলেছিলেন ২০২২ সালে, টি ২০ বিশ্বকাপে।
রোহিত শর্মাকে রেখেই চলতি বছরে টি ২০ বিশ্বকাপের দল গড়া হবে। তিনিই দলের অধিনায়ক থাকবেন। বিরাট কোহলিকেও রাখা হবে দলে। চলতি সিরিজের প্রথম ম্যাচে যদিও কোহলি খেলেননি। তার কন্যা ভামিকার জন্মদিন ছিল বৃহস্পতিবার ১২ জানুয়ারি। সেই কারণেই ছুটি নিয়েছিলেন।