বৃহস্পতিবার ১১ জানুয়ারি ভারতীয় সময় দুপুরে ভূমিকম্প অনুভূত হল রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায়। জম্মু ও কাশ্মীরেরও কিছু অংশে এই কম্পনের রেশ টের পাওয়া গেছে।
গত বছর বারবার কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। এ বছর প্রথম ভূমিকম্পে কাঁপল দিল্লি।
ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, এদিনের ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছিল। যার প্রভাব পড়ে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।
আফগানিস্থানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে ছিল ভূমিকম্পের উৎসস্থল। উত্তর ভারতের দিল্লি ছাড়াও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিতে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন লোকজন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অনুভূতি শেয়ার করেছেন। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।