অ্যাকসেসিবিলিটি লিংক

'পঞ্চায়েত মৌসম সেবা': দেশের সমস্ত কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেবে ভারতের মৌসম বিভাগ


ভারতের আবহাওয়া বিভাগ এবার থেকে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানাবে।
ভারতের আবহাওয়া বিভাগ এবার থেকে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানাবে।

আগামী সোমবার ১৫ জানুয়ারি থেকে সারা ভারতের প্রতিটি প্রান্তের কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানাবে ভারতের আবহাওয়া বিভাগ।

সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাওকারে ভারতের আবহাওয়া বিভাগের মুখ্য অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, আইএমডি-র ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার থেকে সারা দেশে চালু করা হচ্ছে ‘পঞ্চায়েত মৌসম সেবা’।

গত কয়েক বছর ধরে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে সারা দেশের মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হতে হয়েছে কৃষকদের।

ভারতের আবহাওয়া বিভাগের নতুন এই পরিষেবার মাধ্যমে কৃষকরা নিজের এলাকায় বসেই তার এলাকার আবহাওয়া সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে পারবেন আইএমডি-র ওয়েবসাইট থেকে।

মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত অগ্রগতির সাফল্য যাতে কৃষকরাও পান, তাই এই উদ্যোগ। তিনি বলেন, “হর হর মৌসুম, হর ঘর মৌসুম, উদ্যোগের অংশ হিসেবে দেশের যেকোনও স্থানের যেকোনও ব্যক্তি তার মোবাইল ফোনে ওই নির্দিষ্ট অবস্থানের আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন।”

এর পরিষেবার ফলে কৃষকরা চাষের ক্ষেত্রে আগাম পরিকল্পনা নিয়ে এগোতে পারবেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আচমকা প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হলে কৃষকরা দ্রুত পদক্ষেপের মাধ্যমে ক্ষতির পরিমাণ কমাতে পারবেন।

ইংরেজি, হিন্দি-সহ মোট ১২টি ভাষায় আইএমডি-র ওয়েবসাইট থেকে জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস। ১৪ জানুয়ারি থেকে চালু হতে চলা নতুন প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের পাঁচ জন কৃষকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দিল্লির আবহাওয়া আধিকারিকেরা। আবহাওয়ার খুঁটিনাটি তথ্য সরবরাহ করা হবে ওই কৃষকদের।

মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “প্রযুক্তির অগ্রগতির হাত ধরে কৃষি-সম্পর্কিত আবহাওয়ার বিস্তারিত তথ্য পৌঁছে দিতে এবার আমরা পঞ্চায়েত স্তরেও পৌঁছে যাচ্ছি।"

আইএমডি সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তারা দেশের তিন কোটি কৃষকের কাছে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিচ্ছেন। আগামীদিনে ১০ কোটি কৃষকের কাছে পৌঁছনোর লক্ষ্য রয়েছে। টার্গেট পূর্ণ হলে কৃষিকাজে ক্ষয়ক্ষতি কমবে। ফলস্বরূপ বৃদ্ধি পাবে দেশের জিডিপির হার।

XS
SM
MD
LG