ভারতে মধ্য প্রদেশের একটি শিশু-কিশোরদের হোমে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ২৬ জন নাবালিকার নিখোঁজ হওয়ার কথা জানতে পারেন সে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তারপরেই তিনি হোমটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্দেশ দিয়েছেন।
হোমটিতে রেজিস্ট্রেশন খাতায় এন্ট্রি রয়েছে ৬৮ জন কিশোরীর। কিন্তু তাদের মধ্যে অন্তত ২৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। হোমের ডিরেক্টরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।
মধ্য প্রদেশের ভোপালের হোমটির কোনও রেজিস্ট্রেশন ছিল না। রাস্তা থেকে শিশু-কিশোরদের উদ্ধার করে পারবালিয়া এলাকায় 'আঁচল গার্লস হোস্টেল' নামে ওই হোমে রাখা হত। সেখানে ধর্মান্তকরণ করা হত বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্ক কানুনগো।
তিনি জানিয়েছেন, ভোপালের ওই হোমে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন তিনি। তখনই জানা যায়, রেজিস্ট্রেশন খাতায় নাম থাকলেও গুজরাট, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্য প্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যের থেকে হোমে আশ্রয় পাওয়া অন্তত ২৬ জন কিশোরী নিখোঁজ।
এ ব্যাপারে হোমের ডিরেক্টর অনিল ম্যাথুকে প্রশ্ন করা হলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপরেই প্রিয়াঙ্কের নির্দেশে এফআইআর দায়ের করা হয়।
শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের দাবি, মধ্য প্রদেশের শিশু ও মহিলা কমিশন এই ধরনের এনজিও-র সঙ্গে চুক্তিতে শিশুদের জন্য হেল্পলাইন চালু করেছিল। এই ঘটনায় মধ্য প্রদেশের গভর্নর রাজ্যের মুখ্যসচিবের কাছে একটি নোটিস পাঠিয়েছেন। যদিও হোমের তরফে দাবি করা হয়েছে, পথশিশুদের উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে পেশ করা হয়েছিল, কিন্তু সেই দাবি মিথ্যা বলেই জানা গেছে।
নিখোঁজ হওয়া নাবালিকারা শিশু কল্যাণ কমিটির নির্দেশ ছাড়াই ওই হোমে থাকছিল বলে এখনও পর্যন্ত তদন্তে জানা গেছে। তারা বিভিন্ন ধর্মের হলেও তাদের প্রত্যেককে জোর করে খ্রিস্টধর্মের উপাসনা করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ভোপালের ওই হোম থেকে ২৬ জন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা তিনি জানতে পেরেছেন। এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার) মারফত রাজ্যের বর্তমান সরকারের কাছে অতি শীঘ্রই এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
কংগ্রেসের তরফে কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনায় আক্রমণ করা হয়েছে রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে। স্থানীয় কংগ্রেস নেতাদের দাবি, হোমটিতে গোপনে একাধিক অবৈধ কাজকর্ম চলত। ধর্মান্তরিত করার পাশাপাশি ওই হোম থেকে শিশু এবং নারী পাচার চক্র চালানো হত বলেও দাবি কংগ্রেসের।