অ্যাকসেসিবিলিটি লিংক

খরচসাপেক্ষ স্তন প্রতিস্থাপন অস্ত্রোপচার নিখরচায় করে নজির কলকাতা মেডিক্যাল কলেজের


কলকাতা মেডিক্যাল কলেজ
কলকাতা মেডিক্যাল কলেজ

কসমেটিক সার্জারির মধ্যে বর্তমানে সারা বিশ্বেই অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্লান্ট বা স্তন প্রতিস্থাপন। বিশ্ব জুড়ে এর প্রচলন বাড়ছে ধীরে ধীরে। স্তন ক্যানসারের মতো অসুখের প্রকোপে অনেক ক্ষেত্রে মহিলাদের স্তনহানি হয়। তা ছাড়া, সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যেও অনেক মহিলা স্তনের আকার পরিবর্তন করেন। রূপান্তরকামীরা মানুষেরাও স্তন প্রতিস্থাপনের পথে পা রাখেন।

ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি অত্যন্ত খরচ সাপেক্ষ। তবে সম্প্রতি পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ এই সার্জারি একেবারে নিখরচায় করেছে। রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি বিনামূল্যে করেছে কলকাতা মেডিক্যাল কলেজ।

হাসপাতালের ব্রেস্ট ও এন্ডোক্রিন সার্জারির ইনচার্চ ডা. ধৃতিমান মৈত্র বলেছেন, "মেয়েটি গরিব ঘরের। এই ধরনের অপারেশনের জন্য কম করেও লাখ দেড়েক টাকা লাগে। অপারেশনের পরেও অনেকদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হয়। সব মিলিয়ে খরচ অনেক। তাই বেসরকারি হাসপাতালে এই অপারেশন করানো অসম্ভব ছিল মেয়েটির পরিবারের কাছে। কলকাতা মেডিক্যাল কলেজ সেখানে সম্পূর্ণ নিখরচায় মেয়েটির ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি করে দেয়।"

XS
SM
MD
LG