অ্যাকসেসিবিলিটি লিংক

ভাষা বিতর্কে তামিল অভিনেতা বিজয় সেতুপতি বললেন, "তামিলরা হিন্দিকে অস্বীকার করে না, হিন্দি চাপানোর বিপক্ষে"


তামিল অভিনেতা বিজয় সেতুপতি
তামিল অভিনেতা বিজয় সেতুপতি

বহু ভাষাভাষী মানুষের দেশ ভারতের একটা বড় অংশের মানুষের মাতৃভাষা হিন্দি নয়। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হিন্দি-বিদ্বেষ রয়েছে কি না সেই নিয়েই সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকে।

বিজয় সেতুপতি বর্তমানে শুধু তামিল সিনেমা নয়, হিন্দি সিনেমাতেও অভিনয় করছেন। ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস' সিনেমায় অভিনয় করেছেন তিনি। আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। গত বছর শাহরুখ খানের সঙ্গে 'জওয়ান' সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি চেন্নাইতে নতুন সিনেমার একটি প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং পরিচালক শ্রীরাম রাঘবনও। সেখানেই সাংবাদিক সম্মেলনের সময় তামিলনাড়ুর 'হিন্দি বিরোধিতা' নিয়ে প্রশ্ন করা হয়।

এক সাংবাদিক বলেন, "বিগত ৭৫ বছর ধরে তামিলনাড়ু রাজনৈতিকভাবে হিন্দির বিরোধিতা করে আসছে। অনেকেই আজও 'হিন্দি থেরিয়াধু পোদা' (আমি হিন্দি জানি না) লেখা টি-শার্ট পরে ঘুরে বেড়ান।" এই পর্যন্ত বলার পরেই ওই সাংবাদিককে কার্যত মাঝপথেই থামিয়ে দেন সেতুপতি।

তিনি বলেন, "ভাষা হিসেবে কখনওই হিন্দির বিরোধিতা করা হয়নি।" এরপর তার কাছে এই সাংবাদিক জানতে চান, "কিন্তু ভাষা শেখা কি উচিত নয়?"

জবাবে অভিনেতা জানান, "আমার মনে আছে আপনি আমির খানকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। কেন আপনি বারবার এই একই প্রশ্ন করছেন? আমরা কখনওই হিন্দি ভাষাকে অস্বীকার করিনি। আমরা হিন্দি চাপানোর বিপক্ষে। উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ এখানে হিন্দি শিখছে, কেউই হিন্দির বিরুদ্ধে নয়। আপনার প্রশ্নটি ভুল এবং অপ্রাসঙ্গিক। কেউ কাউকে হিন্দি শিখতে বাধা দিচ্ছে না। এমনকী পিটিআর (মন্ত্রী থ্যাগরাজন) এ ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন, দয়া করে সেটা দেখুন।"

'মেরি ক্রিসমাস'-এ ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। সিনেমাটি তামিল এবং হিন্দি, দুটি ভাষায় শ্যুট করা হয়েছিল, তাই তামিল এবং হিন্দিতে দুটি ভাষাতেই ছবিটির দুটি ভিন্ন ট্রেলার মুক্তি পেয়েছে।

XS
SM
MD
LG