অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর-ই-তৈবার জঙ্গি


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সেনারা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সেনারা

শুক্রবার, ৫ জানুয়ারি সারা দিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গির মধ্যে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে এনকাউন্টারে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় লস্কর-ই-তৈবা-র এক জঙ্গির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জঙ্গির নাম বিলাল আহমেদ ভাট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য ওই জঙ্গির বিরুদ্ধে বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি স্থানীয় সেনা আধিকারিক উমের ফায়াজ ও দুই পরিযায়ী শ্রমিককে খুন, শোপিয়ানের ছোটিগাম গ্রামে কাশ্মীরি পণ্ডিত সুনিল কুমার ভাটের হত্যার ঘটনায় অভিযুক্ত। মৃত জঙ্গির দেহের পাশে ওই জায়গা থেকে বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ, একে সিরিজের রাইফেল ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার, ভারতীয় সময় ভোর থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ৪ জানুয়ারি শোপিয়ান জেলার কুলগামে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এরপর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে শোপিয়ান পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী।

গোয়েন্দা সূত্রে শোপিয়ান জেলার ছোটিগাম গ্রামে এক জঙ্গির উপস্থিতির খবর পেয়েছিলেন নিরাপত্তা বাহিনী। সেই তথ্য অনুযায়ী শুক্রবার ভারতীয় সময় সকালে অঞ্চলটিতে শুরু হয় চিরুনি তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা সন্দেহজনক স্থানে পৌঁছতেই জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। নিরাপত্তারক্ষীরাও গুলি চালাতে শুরু করেন। এনকাউন্টারে মৃত্যু হয় ওই জঙ্গির। ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করে সেনাবাহিনী।

শুক্রবার, ভারতীয় সময় ভোরে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, শোপিয়ান জেলার ছোটিগাম এলাকায় দুই জঙ্গির সঙ্গে যৌথ বাহিনীর গুলির যুদ্ধ শুরু হয়েছে।

এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ কাশ্মীর জোন পুলিশ লিখেছিল, “শোপিয়ান জেলার ছোটিগাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়েছে। শোপিয়ান পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ একসঙ্গে কাজ করছে। পরে এই বিষয়ে আরও বিশদ বিবরণ জানানো হবে।” এরপর ভারতীয় সময় দুপুরে এক জঙ্গি মৃত্যুর খবর পাওয়া যায়।

XS
SM
MD
LG