অ্যাকসেসিবিলিটি লিংক

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ  সিং কুস্তিগিরদের মুখ বন্ধ রাখতে চাপ দিতেন: আদালতে জানাল দিল্লি পুলিশ 


ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ তুলে দিল্লি পুলিশ জানাল, তার বিরুদ্ধে মুখ বন্ধ রাখার জন্য কুস্তিগিরদের চাপ দিতেন ব্রিজভূষণ। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এমনই জানিয়েছে দিল্লি পুলিশ।

২০২৩ সালের জানুয়ারি মাস থেকে বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নামেন কুস্তিগীররা। শুরু হয় তাদের লাগাতার অবস্থান বিক্ষোভ, প্রতিবাদ আন্দোলন।

তাদের অভিযোগ ছিল, মহিলা কুস্তিগিরদের সঙ্গে অভব্য আচরণ করতেন ব্রিজভূষণ। অবিলম্বে তাকে কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সরিয়ে দিতে হবে। সেইসঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া প্রমুখরা।

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-প্রতিবাদ দেখান কুস্তিগিররা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের হস্তক্ষেপে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে ব্রিজভূষণকে সরিয়ে দেওয়া হয়। অনুরাগ ঠাকুরের আশ্বাসের পরই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন কুস্তিগিররা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে।

দিল্লি পুলিশ তদন্তে নেমে ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখে। দিল্লি আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে পুলিশের আইনজীবী জানান, ব্রিজভূষণ কুস্তিগিরদের হুমকি দিতেন। তাদের বলতেন, "ভবিষ্যতে যদি কুস্তি চালিয়ে যেতে হয় তবে মুখ বন্ধ রাখতে হবে।"

ভারতীয় দণ্ডবিধি ৫০৬ ধারার অধীনে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ ফ্রেম করেছে দিল্লি পুলিশ। আদালতে দিল্লি পুলিশের তরফে আরও বলা হয়েছে, ব্রিজভূষণের পাশাপাশি ফেডারেশনের প্রাক্তন সহকারি সচিব বিনোদ তোমারের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও প্রমাণ মিলেছে।

অভিযোগকারি মহিলা কুস্তিগিরদের বয়ানের ভিত্তিতে জানা গেছে, বিনোদের অফিসে শুধুমাত্র মহিলা কুস্তিগিররা ঢুকতে পারতেন। মহিলা কুস্তিগিরদের নিজের অফিসে ডেকে দরজা বন্ধ করে দেওয়া হত। সেই সময় কোনও পুরুষ কুস্তিগিরদের ভেতরে ঢোকা নিষেধ ছিল।

XS
SM
MD
LG