অ্যাকসেসিবিলিটি লিংক

রাজ্যের বকেয়া পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি, মোদী-মমতা বৈঠকের পরেও পশ্চিমবঙ্গ সরকার পায়নি কেন্দ্রের চিঠি


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- ফটো কোলাজ- এপি ও এএফপি। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- ফটো কোলাজ- এপি ও এএফপি। ফাইল ছবি।

কেন্দ্র সরকারের কাছ থেকে বিভিন্ন খাতে বকেয়া পাওনার ব্যাপারে গত ২০ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস-এর সংসদীয় প্রতিনিধি দলকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর তিনি জানিয়েছিলেন, বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রে অফিসারদের নিয়ে একটা টিম গড়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। যে টিম রাজ্যের অফিসারদের সঙ্গে বৈঠক করে সময় বেঁধে বিষয়টির নিষ্পত্তি করবে।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক দপ্তর নবান্ন সূত্রের দাবি, সময় বেঁধে নিষ্পত্তির কথা বলা হলেও দিল্লি থেকে এখনও কোনও চিঠি আসেনি। তবে রাজ্য সরকার চারটি দফতরের সচিব এবং ২ জন করে অফিসারকে নিয়ে একটা টাস্ক ফোর্স তৈরি করে ফেলেছে।

দফতর ও প্রকল্প ধরে বকেয়া পাওনার হিসাবও তৈরি রাখা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে অতি অল্প সময়ের নোটিসেও দিল্লির অফিসারদের সঙ্গে বকেয়া সংক্রান্ত হিসাব নিয়ে বৈঠকে বসতে পারেন রাজ্যের অফিসারেরা।

বুধবার ৩ জানুয়ারি কলকাতায় ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি অবশ্য দাবি করেছেন, দু’জন নোডাল অফিসার ঠিক করে দিয়েছে কেন্দ্র।

কিন্তু নবান্নের দাবি, কেন্দ্র নোডাল অফিসার ঠিক করেছে কিনা রাজ্যের কাছে সে বিষয়ে কোনও খবর নেই। রাজ্য যে দফতরওয়ারি নোডাল অফিসারকে দায়িত্ব দিয়ে রেখেছে তা কেন্দ্রের সরকারকে জানানো হয়েছে।

যে চারটি দফতরের অফিসারদের নিয়ে নবান্ন টিম তৈরি করেছে সেগুলি হল, পঞ্চায়েত, অর্থ, স্বাস্থ্য ও শিক্ষা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মোট বকেয়া পাওনার অঙ্ক হল ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি।

নবান্ন সূত্র জানা গেছে, এর মধ্যে একশ দিনের কাজ প্রকল্পে বকেয়া পাওনা রয়েছে ভারতীয় মুদ্রায় ৬৮০০ কোটি। সেই সঙ্গে শুধু পঞ্চায়েত দফতরের আরও বকেয়া পাওনা রয়েছে ভারতীয় মুদ্রায় ১৪ হাজার কোটি।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা খাতে ভারতীয় মুদ্রায় ৪৫০ কোটি বকেয়া পাওনা রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বকেয়া পাওনা রয়েছে ভারতীয় মুদ্রায় ৮২০০ কোটি। এরই পাশাপাশি স্বাস্থ্য, মিড ডে মিল এবং পণ্য পরিষেবা করের ক্ষতিপূরণ বাবদ বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে কেন্দ্রের থেকে।

XS
SM
MD
LG